SBI: বিদেশি আর্থিক প্রতিষ্ঠান থেকে ১০,৫৫৬ কোটি ঋণ নেওয়ার পরিকল্পনা এসবিআই-এর?

People's Reporter: দেশের আর্থিক খাতে এটাই সবচেয়ে বড় ডলার নির্ধারিত ঋণ হতে চলেছে বলে জানা গিয়েছে। ওই অর্থ হাতে পেলে তা ‘গিফ্‌ট সিটিতে লগ্নি করবে এসবিআই।
SBI: বিদেশি আর্থিক প্রতিষ্ঠান থেকে ১০,৫৫৬ কোটি ঋণ নেওয়ার পরিকল্পনা এসবিআই-এর?
ছবি - প্রতীকী
Published on

এবার বিরাট অঙ্কের ঋণ নিতে চলেছে ভারতের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)। সংবাদমাধ্যম ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, ১২৫ কোটি ডলার ঋণ নেওয়ার পরিকল্পনা করছে এসবিআই। যা ভারতীয় মুদ্রায় ১০ হাজার ৫৫৬ কোটি টাকারও বেশী। দেশের আর্থিক খাতে এটাই সবচেয়ে বড় ডলার নির্ধারিত ঋণ হতে চলেছে বলে জানা গিয়েছে।

মূলত ভারতের ব্যাঙ্কগুলি ব্যবসার প্রয়োজনে সব সময়ই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার থেকে ঋণ নিয়ে থাকে। কিন্তু এসবিআই এবার ঋণ নেওয়ার ক্ষেত্রে তিনটি বিদেশি আর্থিক প্রতিষ্ঠানকে বেছে নিয়েছে। ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, এই তিনটি প্রতিষ্ঠান হল সিটিবিসি ব্যাঙ্ক, এইচএসবিসি হোল্ডিংস এবং তাইপেই ফুবন ব্যাঙ্ক। সূত্রের খবর, ৯২.৫ বেসিস পয়েন্ট সুদের মার্জিনে পাঁচ বছরের মেয়াদে ঋণ পেতে চলেছে এসবিআই। এই সুদের হার ঝুঁকিমুক্ত সুরক্ষিত এবং রাতারাতি অর্থায়নের হারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে জানা গিয়েছে।

যদিও এত পরিমাণ ঋণ নেওয়ার ব্যাপারে এখনও সরাসরি কোনও প্রতিক্রিয়া দেয়নি এসবিআই। তবে সূত্রের খবর, তিনটি বিদেশি ব্যাঙ্কের থেকে ওই অর্থ হাতে পেলে তা ‘গুজরাট ইন্টারন্যাশনাল ফিন্যান্সিয়াল টেক সিটি’ (গিফ্‌ট সিটি)-এর শাখায় ব্যবহার করবে স্টেট ব্যাঙ্ক কর্তৃপক্ষ। আমেদাবাদের কাছে ৮৮৬ একর জমির উপরে অত্যাধুনিক বাণিজ্য কেন্দ্র হিসেবে যা ধীরে ধীরে আত্মপ্রকাশ করছে।

তবে আরবিআই বাদ দিয়ে হঠাৎ কেন বিদেশি ব্যাঙ্ক থেকে ডলারে ঋণ নিতে চলেছে এসবিআই? এই বিষয়ে আর্থিক বিশ্লেষকরা জানাচ্ছেন, প্রথমত, গত কয়েক দিন ধরেই ডলারের তুলনায় ভারতীয় মুদ্রার অবমূল্যায়ন হচ্ছে। বর্তমানে ডলারের দাম বাড়তে বাড়তে প্রায় ৮৫ টাকায় পৌঁছে গিয়েছে। এই পরিস্থিতিতে স্টেট ব্যাঙ্ক ডলারে ঋণ নিলে সেই পরিস্থিতি কিছুটা সামলানো যাবে বলে মনে করছেন তাঁরা।

দ্বিতীয়ত, তথ্য বলছে, চলতি বছরে দেশে ডলারে ঋণের পরিমাণ প্রায় ২৭ শতাংশ কমে গিয়েছে। ওই ঋণ কমে ১ হাজার ৪২০ কোটি ডলারে গিয়ে দাঁড়িয়েছে। বড় সংস্থাগুলি ডলারে ঋণ নেওয়ার ক্ষেত্রে অনীহা দেখানোয় এটা তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। ভারতীয় অর্থনীতির জন্য ডলারে ঋণ কমে যাওয়াকে একেবারেই ভাল ভাবে দেখছেন না আর্থিক বিশ্লেষকেরা।

ব্লুমবার্গের রিপোর্ট বলছে, তিনটি বিদেশি ব্যাঙ্ক থেকে ১২৫ কোটি ডলারের ঋণ পেলে তা গিফ্‌ট সিটিতে লগ্নি করবে এসবিআই। ওই শহরে বসে বিদেশে লেনদেন করা ব্যবসায়ী বা সংস্থার সংখ্যা খুব একটা কম নয়।

১৯৫৫ সালের ১ জুলাই আত্মপ্রকাশ করে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। বর্তমানে এর গ্রাহক সংখ্যা প্রায় ৫০ কোটি। স্টেট ব্যাঙ্কের ৫৭.৫৯ শতাংশ অংশীদারি কেন্দ্রের। দেশজুড়ে এর শাখার পরিমাণ সাড়ে ২২ হাজারের বেশী। ভারতের বাইরে শাখা রয়েছে ২৯ টি দেশে। দেশ ও বিদেশ মিলিয়ে এসবিআইয়ের এটিএমের সংখ্যা ৬৩ হাজার ৮০০। আগামী দিনে আফ্রিকার দেশগুলোতে স্টেট ব্যাঙ্ক শাখা করতে চাইছে। ১২৫ কোটি ডলার ঋণ পেলে সেই পরিকল্পনাো বাস্তবায়নের সম্ভাবনা রয়েছে।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in