একই তোরণের একদিকে মন্দিরের নাম, অন্যদিকে মসজিদ
একই তোরণের একদিকে মন্দিরের নাম, অন্যদিকে মসজিদছবি সংগৃহীত

Kerala: একই তোরণ ভাগাভাগি করে মন্দির ও মসজিদের নাম - সাম্প্রদায়িক সম্প্রীতির অভূতপূর্ব নজির কেরালায়

People's Reporter: থিরুবনন্তপুরমের ভেঞ্জারামুডুতে এই মন্দির ও মসজিদ অবস্থিত। যেখানে একই তোরণের অর্ধেক অংশে লেখা মেলেকুট্টিমুডু শ্রী চামুন্ডেশ্বরী মন্দিরের নাম এবং বাকি অর্ধেক অংশে পারায়িল মসজিদের নাম।

মন্দির সংস্কার হয়েছিল। এরপর মন্দিরের জন্য গেট করার জায়গা খুঁজে পাওয়া যাচ্ছিল না। কারণ ওই মন্দিরের রাস্তাতেই ছিল এক মসজিদের গেট। মুশকিল আসানে এগিয়ে আসে মসজিদ কর্তৃপক্ষই। মন্দিরকে প্রস্তাব দেয় তোরণের অর্ধেক অংশে লেখা থাকবে মসজিদের নাম এবং বাকি অর্ধেক অংশে মন্দিরের। যে প্রস্তাবে রাজী হয়ে যান মন্দির কর্তৃপক্ষ। সাম্প্রদায়িক সম্প্রীতির অভিনব এই উদাহরণ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ঘটনাটি কেরালার। থিরুবনন্তপুরমের ভেঞ্জারামুডুতে এই মন্দির ও মসজিদ অবস্থিত। যেখানে একই তোরণের অর্ধেক অংশে লেখা মেলেকুট্টিমুডু শ্রী চামুন্ডেশ্বরী মন্দিরের নাম এবং বাকি অর্ধেক অংশে পারায়িল মসজিদের নাম। মন্দির ও মসজিদের তোরণ ভাগাভাগি নিয়ে কোনও বিতর্কের সৃষ্টি হয়নি।

সম্প্রতি এই চামুন্ডেশ্বরী মন্দিরটি সংস্কার করা হয়। এরপর মন্দিরের রাস্তার শুরুতে তোরণের জন্য জায়গা খুঁজতে শুরু করেন মন্দির কর্তৃপক্ষ। যেখানে মন্দিরের সাইনবোর্ড লাগানো হবে। কিন্তু ওই রাস্তার শুরুতেই এক মসজিদের তোরণ আগে থেকেই থাকায় পছন্দসই জায়গা পাওয়া যাচ্ছিল না। যে সমস্যা মেটাতে এগিয়ে আসে মসজিদ কর্তৃপক্ষ।

এরপরেই মসজিদের তোরণে নতুন করে অর্ধেক অংশে লেখা হয় মসজিদের নাম এবং বাকী অর্ধেক ছেড়ে দেওয়া হয় মন্দিরের জন্য। যেখানে লেখা হয় মন্দিরের নাম। যে তোরণের একদম মাঝখানে একদিকে ওম চিহ্ন এবং অন্যদিকে চাঁদ ও তারা চিহ্ন।

ইতিমধ্যেই এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। রাজ্যের ক্ষমতাসীন সিপিআইএম, বিরোধী কংগ্রেস সহ একাধিক রাজনৈতিক দল সাম্প্রদায়িক সম্প্রীতির এই নজিরকে স্বাগত জানিয়েছে।  

একই তোরণের একদিকে মন্দিরের নাম, অন্যদিকে মসজিদ
ভারতে ধনকুবের আরও ৯৪ জন, বেজিং-কে টপকে এশিয়ার বিলিয়ওনেয়ার শহরের তালিকায় শীর্ষে মুম্বই!
একই তোরণের একদিকে মন্দিরের নাম, অন্যদিকে মসজিদ
17th Lok Sabha: সপ্তদশ লোকসভায় পেশ করার দিনেই পাশ ৪৫ বিল - এডিআর রিপোর্ট

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in