17th Lok Sabha: সপ্তদশ লোকসভায় পেশ করার দিনেই পাশ ৪৫ বিল - এডিআর রিপোর্ট

People's Reporter: এডিআর-এর তথ্য অনুসারে সপ্তদশ লোকসভায় মোট ২৪০টি বিল পেশ করা হয় এবং যার মধ্যে ২২২টি বিল পাশ করানো হয়েছে। তথ্য অনুসারে, এর মধ্যে ৪৫টি বিল যেদিন পেশ করা হয়েছে সেদিনই পাশ হয়ে যায়।
ছবি প্রতীকী
ছবি প্রতীকীগ্রাফিক্স - সুমিত্রা নন্দন

সপ্তদশ লোকসভায় পাশ হয়েছে মোট ২২২টি বিল। যার মধ্যে ৪৫টি বিল যেদিন লোকসভায় পেশ করা হয়েছে সেদিনই পাশ হয়ে গেছে। সাম্প্রতিক এক সমীক্ষা রিপোর্টে এই তথ্য জানিয়েছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (ADR)। এডিআর এবং ন্যাশনাল ইলেকশন ওয়াচ (নিউ) ২৬ মার্চ এই সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করেছে। যে রিপোর্টে সপ্তদশ লোকসভার বিভিন্ন সদস্য এবং সংসদের কাজের বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরা হয়েছে।

এডিআর-এর তথ্য অনুসারে, এই বিলগুলির মধ্যে আছে দ্য ইলেকশন ল (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২১, দ্য জম্মু অ্যান্ড কাশ্মীর অ্যাপ্রোপ্রিয়েশন (নাম্বার ২) বিল, দ্য সেন্ট্রাল গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৩ ইত্যাদি।

এডিআর-এর তথ্য অনুসারে সপ্তদশ লোকসভায় মোট ২৪০টি বিল পেশ করা হয় এবং যার মধ্যে ২২২টি বিল পাশ করানো হয়েছে। তথ্য অনুসারে, এর মধ্যে ৪৫টি বিল যেদিন পেশ করা হয়েছে সেদিনই পাশ হয়ে যায়।

এডিআর-এর এই সমীক্ষাতে সাংসদদের সম্পর্কেও বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। যে তথ্য অনুসারে সপ্তদশ লোকসভায় সাংসদরা গড়ে ১৬৫টি প্রশ্ন করেছেন এবং ২৭৩ দিন অধিবেশনের মধ্যে ১৮৯ দিন উপস্থিত ছিলেন। উল্লেখযোগ্যভাবে ক্ষমতাসীন বিজেপি সাংসদরা সংসদে গড়ে উপস্থিত ছিলেন ১৯১ দিন। তৃণমূল কংগ্রেসের সাংসদদের সংসদে উপস্থিতি ছিল গড়ে ১৩৮ দিন।

সাংসদদের উপস্থিতির ক্ষেত্রে সর্বাধিক উপস্থিতি ছিল ছত্তিশগড়ের সাংসদদের। রাজ্যের ১১ জন সাংসদ সংসদের ২৭৩ দিনের অধিবেশনে গড়ে ২১৬ দিন উপস্থিত ছিলেন।

সবথেকে কম উপস্থিতি ছিল অরুণাচল প্রদেশের দুই সাংসদের। যারা মাত্র ১২৭ দিন সংসদে উপস্থিত ছিলেন।

সপ্তদশ লোকসভায় পশ্চিমবঙ্গের সাংসদরা গড়ে ১৬২ দিন সংসদে উপস্থিত ছিলেন। এই রাজ্যের সাংসদরা গড়ে প্রশ্ন করেছেন ১১৪টি।

সংসদে সবথেকে সরব ছিলেন মহারাষ্ট্রের সাংসদরা। রাজ্যের ৪৯ জন সাংসদ গড়ে ৩১৫টি করে প্রশ্ন করেছেন। অন্যদিকে মণিপুরের সাংসদরা গড়ে মাত্র ২৫টি করে প্রশ্ন করেছেন।

দলগত হিসেবে এনসিপির পাঁচ সাংসদ গড়ে ৪১০টি করে প্রশ্ন করেছেন। অন্যদিকে আপনা দল (সোনেলাল) এর দুই সাংসদ মাত্র ৫টি করে প্রশ্ন করেছেন।

সংসদে সবথেকে বেশি উপস্থিতি ছিল তেলেগু দেশমের সাংসদদের। যারা ২৭৩ দিনের মধ্যে সংসদে উপস্থিত ছিলেন ২২৯ দিন। উল্টোদিকে আম আদমি পার্টির সাংসদরা উপস্থিত ছিলেন গড়ে ৫৭ দিন।

বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার সপ্তদশ লোকসভায় প্রশ্নকারীর তালিকায় শীর্ষস্থানে আছেন। তিনি মোট ৫৯৬টি প্রশ্ন করেছেন।

সপ্তদশ লোকসভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক প্রশ্ন হয়েছে ৬,৬০২টি। কৃষি এবং কৃষক কল্যাণ বিষয়ক প্রশ্ন হয়েছে ৪,৬৪২টি, রেল সংক্রান্ত প্রশ্ন ৪,৩১৭টি, অর্থ সংক্রান্ত প্রশ্ন ৪,১২২টি, শিক্ষা সংক্রান্ত প্রশ্ন ৩,৩৫৯টি, পরিবেশ সংক্রান্ত প্রশ্ন হয়েছে ৩,২৬৩টি, সড়ক পরিবহন সংক্রান্ত প্রশ্ন হয়েছে ২,৮১৩টি, জল শক্তি সংক্রান্ত প্রশ্ন হয়েছে ২,৮০৮টি, মহিলা ও শিশু কল্যাণ সংক্রান্ত প্রশ্ন হয়েছে ২,৭২৭টি, স্বরাষ্ট্রমন্ত্রক সংক্রান্ত প্রশ্ন হয়েছে ২,৬২৪টি, শ্রম ও কর্মসংস্থান সংক্রান্ত প্রশ্ন হয়েছে ২,৫১৮টি, গ্রামোন্নয়ন সংক্রান্ত প্রশ্ন হয়েছে ২,৩৬৮টি।

ছবি প্রতীকী
Raghuram Rajan: প্রধানমন্ত্রী মোদীর উন্নত ভারতের দাবি নির্বোধের ভাবনা, মন্তব্য রঘুরাম রাজনের
ছবি প্রতীকী
Narada Scam: ভোটের আগে ফের নারদ কাণ্ডে সক্রিয় সিবিআই, ম্যাথু স্যামুয়েলকে তলব তদন্তকারী সংস্থার

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in