দেশ, বিশ্ব দেখেছে মোদী সরকার মহামারীর সময় কীভাবে ঔদাসীন্য, অযোগ্যতার সঙ্গে কাজ করেছে - ইয়েচুরি

অভিবাসী শ্রমিকদের ঘাড়ে "কোভিড ছড়ানোর" দোষারোপ করা সরকার এখন গলা চড়িয়ে প্রমাণ করছে তারা কতটা পৈশাচিক! সোমবার এভাবেই কেন্দ্রের সরকারকে আক্রমণের রাস্তায় হাঁটলেন CPIM সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।
সীতারাম ইয়েচুরি
সীতারাম ইয়েচুরি ফাইল চিত্র

অযৌক্তিক লকডাউনের পরে মোদি সরকার বিনামূল্যে পরিবহনের ব্যবস্থা করতে অস্বীকার করে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিককে হাজার হাজার কিলোমিটার হেঁটে বাড়ি ফিরতে বাধ্য করেছিল। অভিবাসী শ্রমিকদের ঘাড়ে "কোভিড ছড়িয়ে দেওয়ার" দোষারোপ করা সরকার এখন একান্তভাবেই প্রমাণ করছে তারা কতটা পৈশাচিক! সোমবার সংসদে প্রধানমন্ত্রীর ভাষণের পর এভাবেই কেন্দ্রের মোদী সরকারকে আক্রমণের রাস্তায় হাঁটলেন সিপিআই(এম) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।

গতকাল এই প্রসঙ্গে করা অন্য এক ট্যুইটে ইয়েচুরি বলেন, এই বাজেটে স্বাস্থ্য খাতে খরচ কমানোর গলদ রয়েছে কেন্দ্রের! এই সরকার যতই চিৎকার করুক না কেন এসব কর্মকাণ্ডের পরিণতি থেকে রেহাই পাবে না। এই ধরনের পরিস্থিতি প্রতিরোধযোগ্য ছিল। আপনার এবং আমার মত প্রতিটি মানুষেরই জীবন আছে।

ইয়েচুরি বলেন, কমরেড বিনয় সঠিক কথা বলেছেন। ‘আজকের দিনে সবথেকে প্রাসঙ্গিক গান লতাজীর ঝুট বোলে কাওয়া কাটে।’ ভারত এবং বিশ্ব দেখেছে মোদী সরকার মহামারীর সময় কীভাবে অবজ্ঞা, ঔদাসীন্য এবং অযোগ্যতার সঙ্গে কাজ করেছে।

প্রসঙ্গত, সোমবার সংসদে বিরোধীদের আনা সরকারি নীতির সমালোচনার জবাব দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, "করোনার প্রথম ঢেউয়ের সময় কংগ্রেস সমস্ত সীমা ছাড়িয়ে গিয়েছিল। যখন দেশে লকডাউন ঘোষণা করা হলো এবং হু-র বিশেষজ্ঞরা পরামর্শ দিলেন যেখানে যিনি আছেন সেখানেই থাকার, তখন কংগ্রেস মুম্বাই স্টেশনে গিয়ে শ্রমিকদের বাড়ি ফেরার জন্য বিনামূল‍্যে টিকিট দিচ্ছিল। দিল্লি সরকারও অভিবাসী শ্রমিকদের বাড়ি ফেরার জন্য বাসের ব‍্যবস্থা করেছিল। এই কারণে উত্তরপ্রদেশ, পাঞ্জাব এবং উত্তরাখণ্ডে কোভিড আক্রান্তের সংখ্যা হু-হু করে বেড়েছিল। আপনারা অভিবাসী শ্রমিকদের আরও সমস্যার দিকে ঠেলে দিয়েছিলেন। আপনারা 'পাপ' করেছেন।"

সংসদে প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পরেই বিরোধীরা একসুরে তাঁর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন। বিরোধীদের দাবি, প্রধানমন্ত্রী সত্য গোপন করে বিরোধীদের কাঠগড়ায় তুলতে চাইছেন। কিন্তু তাঁর সে চেষ্টা সফল হবেনা। কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা এই প্রসঙ্গে জানিয়েছেন, সরকারের অপরাধমূলক বেপরোয়া মনোভাব এবং নমস্তে ট্রাম্প অনুষ্ঠানের কারণে দেশে করোনা ছড়িয়ে পড়েছিলো।

সীতারাম ইয়েচুরি
কংগ্রেসের 'পাপে' করোনার প্রথম ঢেউয়ে অভিবাসী শ্রমিকরা সঙ্কটে পড়েছিলেন: প্রধানমন্ত্রী

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in