Gujarat: 'মডেল রাজ্য' গুজরাটে ৩৪১ স্কুলে মাত্র একটি করে ক্লাসরুম! বিধানসভায় তথ্য পেশ মন্ত্রীর

People's Reporter: কংগ্রেস বিধায়ক কিরীট বলেন, ‘‘বিজেপি ক্ষমতায় আসার পর শুধুমাত্র প্রচারই হয়েছে। কাজের কাজ কিছু হয়নি। মডেল রাজ্য তৈরি করতে গিয়ে শিক্ষাব্যবস্থার দিকে নজর দেওয়া হয়নি।"
Gujarat: 'মডেল রাজ্য' গুজরাটে ৩৪১ স্কুলে মাত্র একটি করে ক্লাসরুম! বিধানসভায় তথ্য পেশ মন্ত্রীর
প্রতীকী ছবি
Published on

'মডেল রাজ্য' গুজরাটে ৩৪১টি প্রাথমিক স্কুলে শ্রেণিকক্ষের সংখ্যা মাত্র একটি। যে স্কুলগুলিতে একাধিক শ্রেণিকক্ষ আছে, তার অধিকাংশের অবস্থাও শোচনীয়। মঙ্গলবার বিধানসভায় এমন তথ্য জানিয়েছেন গুজরাটের শিক্ষামন্ত্রী কুবের দিন্দোর।

গুজরাট বিধানসভায় বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন করেন কংগ্রেস বিধায়ক কিরীট প্যাটেল। তাঁর অভিযোগ, ২০২৩ সালের সূচক অনুযায়ী প্রায় ২৫ শতাংশ পড়ুয়া গুজরাটি পড়তে পারেনা। ৪৭.২০ শতাংশ পড়ুয়া ইংরাজী পড়তে অক্ষম। এমনকি শিক্ষা পরিকাঠামো উন্নয়নে দেশের প্রথম পাঁচ রাজ্যের মধ্যে গুজরাটের নাম নেই।

কিরীট বলেন, ‘‘বিজেপি ক্ষমতায় আসার পর শুধুমাত্র প্রচারই হয়েছে। কাজের কাজ কিছু হয়নি। মডেল রাজ্য তৈরি করতে গিয়ে শিক্ষাব্যবস্থার দিকে নজর দেওয়া হয়নি।" 

কংগ্রেস বিধায়কের মন্তব্যের পরই শিক্ষামন্ত্রী কুবের দিন্দোর বলেন, গুজরাটে ৩৪১টি প্রাথমিক স্কুল রয়েছে। এই স্কুলগুলিতে মাত্র ১টি করে ক্লাসরুম রয়েছে। ওই রুমেই সমস্ত ক্লাস হয়।

তিনি আরও বলেন, বিজেপি সরকার চায় গুজরাটকে মডেল হিসেবে গড়ে তুলতে। সেই কারণে ২০২৩-২৪ সালে মিশন স্কুলস অফ এক্সিলেন্স প্রকল্পের অধীনে ১৫ হাজার ক্লাসরুম গড়ে তোলার কাজ চলছে। ৫ হাজারের বেশি কম্পিউটার ল্যাব তৈরি করা হয়েছে এবং আরও ১৫ হাজার এই ধরণের ল্যাব নির্মাণ করা হবে। এখনও পর্যন্ত ৬৫ হাজার ‘স্মার্ট ক্লাসরুম’ তৈরি করা হয়েছে। আরও ৪৩ হাজার ‘স্মার্ট ক্লাসরুম’ নির্মীয়মাণ অবস্থায় রয়েছে।

এছাড়া ২০২২-২৩ সালে স্কুলছুট শিক্ষার্থীর হার ৩৭.২২ শতাংশ থেকে ২.৬৮ শতাংশ কমেছে। সরকার এই শতাংশ আরও কমানোর চেষ্টায় বদ্ধ পরিকর।

Gujarat: 'মডেল রাজ্য' গুজরাটে ৩৪১ স্কুলে মাত্র একটি করে ক্লাসরুম! বিধানসভায় তথ্য পেশ মন্ত্রীর
পুলিশ কর্তাকে 'খালিস্তানি' মন্তব্যে ক্ষুব্ধ অমৃতসর গুরুদ্বারের সভাপতি, দিলেন বিবৃতি
Gujarat: 'মডেল রাজ্য' গুজরাটে ৩৪১ স্কুলে মাত্র একটি করে ক্লাসরুম! বিধানসভায় তথ্য পেশ মন্ত্রীর
Farmers Protest: বিনা প্ররোচনায় কৃষকদের উপর টিয়ার গ্যাস ছুড়ছে হরিয়ানা পুলিশ, অভিযোগ পাতিয়ালা DIG-র

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in