ছবি প্রতীকী
ছবি প্রতীকীছবি সংগৃহীত

Lok Sabha Polls 24: লোকসভা নির্বাচনে মহিলাদের ভোটদানের হার বেশি, কমল নোটায় ভোট - সব তথ্য এক নজরে

People's Reporter: ২০২৪ লোকসভা নির্বাচনে সব থেকে বেশি ভোট পড়েছে আসামের ধুবড়িতে। ৯২.৩ শতাংশ। সবথেকে কম ভোট পড়েছে জম্মু ও কাশ্মীরের শ্রীনগর কেন্দ্রে। ৩৮.৭ শতাংশ। বেড়েছে তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা।
Published on

২০২৪ লোকসভা নির্বাচনে পুরুষদের অনুপাতে বেশি ভোট দিয়েছেন মহিলারা। যা ভারতের লোকসভা নির্বাচনের ইতিহাসে এই নিয়ে দ্বিতীয়বার। ২০১৯ সালেও পুরুষদের অনুপাতে মহিলারা বেশি সংখ্যায় ভোট দিয়েছিলেন। এবারের লোকসভা নির্বাচনে মহিলা ভোটারদের ভোটদানের হার ৬৫.৭৮% এবং পুরুষ ভোটারদের ভোটদানের হার ৬৫.৫৫%। ভারতের নির্বাচন কমিশন বৃহস্পতিবার এই তথ্য প্রকাশ করেছে।

কোন কেন্দ্রে সবথেকে বেশি এবং কম ভোট? নোটায় ভোট বাড়লো না কমলো?

কমিশন প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, ২০২৪ লোকসভা নির্বাচনে সব থেকে বেশি ভোট পড়েছে আসামের ধুবড়িতে। ৯২.৩ শতাংশ। সবথেকে কম ভোট পড়েছে জম্মু ও কাশ্মীরের শ্রীনগর কেন্দ্রে। ৩৮.৭ শতাংশ। দেশের মোট ১১ টি লোকসভা কেন্দ্রে ৫০ শতাংশের কম ভোট পড়েছে।

উল্লেখযোগ্য ভাবে ২০১৯ সালের অনুপাতে ২০২৪ সালে নোটায় ভোটদানের প্রবণতা কমেছে। ২০১৯-এ যা ছিল ১.০৬% এবার তা কমে হয়েছে ০.৯৯ শতাংশ। এবার নোটায় সারা দেশে ভোট পড়েছে ৬৩,৭১,৮৩৯

ভোটকেন্দ্রের সংখ্যা কত ছিল? কোন রাজ্যে ভোটকেন্দ্র সবথেকে বেশি বেড়েছে?

২০২৪-এর নির্বাচনে সারা দেশে ভোটকেন্দ্রের সংখ্যা ছিল ১০,৫২,৬৬৪। যা ২০১৯-এ ছিল ১০,৩৭,৮৪৮। সবথেকে বেশি ভোটকেন্দ্র ছিল উত্তরপ্রদেশে (১,৬২,০৬৯) এবং সবথেকে কম ভোটকেন্দ্র ছিল কেন্দ্রশাসিত লাক্ষাদ্বীপে (৫৫)। দেশের মধ্যে ৩টি কেন্দ্রে ৩ হাজারের বেশি ভোটগ্রহণ কেন্দ্র ছিল এবং ১১টি কেন্দ্রে ভোটগ্রহণ কেন্দ্র ছিল ১ হাজারের কম। ২০১৯ সালের অনুপাতে এবারের নির্বাচনে ভোটগ্রহণ কেন্দ্র সবথেকে বেশি বেড়েছে ২টি রাজ্যে। বিহার (৪,৭৩৯) এবং পশ্চিমবঙ্গ (১,৭৩১)।

কত মনোনয়ন জমা পড়েছিল? চূড়ান্ত পর্যায়ে কতজন প্রার্থী?

নির্বাচন কমিশন জানাচ্ছে, ২০২৪ লোকসভা নির্বাচনে মোট মনোনয়ন জমা পড়েছিল ১২,৪৫৯। যা ২০১৯ সালে ছিল ১১,৬৯২। এর মধ্যে সবথেকে বেশি মনোনয়ন জমা পড়েছিল তেলেঙ্গানার মালকাজগিরি কেন্দ্রে। এই কেন্দ্রে মনোনয়ন জমা পড়েছিল ১১৪টি। সুরাট কেন্দ্র বাদ দিয়ে সবথেকে কম মনোনয়ন জমা পড়ে আসামের ধুবড়িতে। ৩ জন। যদিও মনোনয়ন পত্র পরীক্ষার পর চূড়ান্ত নির্বাচনী প্রক্রিয়ায় ছিলেন ৮,৩৬০ জন প্রার্থী। যা ২০১৯-এ ছিল ৮,০৫৪।

মহিলা ভোটারের সংখ্যা কত বেড়েছে?

এবারের নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ছিল ৯৭,৯৭,৫১,৮৪৭। যার মধ্যে মহিলা ভোটারের সংখ্যা ছিল ৪৭,৬৩,১১,২৪০। ২০১৯-এ এই সংখ্যা ছিল ৪৩,৮৫,৩৭,৯১১ জন। ২০১৯-এ মহিলা ভোটারের শতকরা হার ছিল ৪৮.০৯%, যা এবার বেড়ে হয়েছে ৪৮.৬২%। দেশের মধ্যে দুটি কেন্দ্রে মহিলারা সর্বোচ্চ হারে ভোট দিয়েছেন। এই দুটি কেন্দ্র হল ধুবড়ি (৯২.১৭%) এবং তমলুক (৮৭.৫৭%)। এবারের নির্বাচনে পুদুচেরি এবং কেরালায় সবথেকে বেশি মহিলারা ভোট দিয়েছেন। যে হার যথাক্রমে ৫৩.০৩% এবং ৫১.৫৬%। এবার প্রতি ১ হাজার পুরুষ ভোটার পিছু মহিলা ভোটারের অনুপাত ৯৪৬। যা ২০১৯-এর অনুপাতে (৯২৬) বেশি।

তৃতীয় লিঙ্গের ভোটার কত?

২০২৪ লোকসভা নির্বাচনে তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন ৪৮,২৭২ জন। ২০১৯-এ এই সংখ্যা ছিল ৩৯,০৭৫। বিগত পাঁচ বছরে এই হার বেড়েছে ২৩.৫%। এর মধ্যে সবথেকে বেশি তৃতীয় লিঙ্গের ভোটার ছিল তামিলনাড়ুতে (৮,৪৬৭)। ২০২৪ নির্বাচনে ২৭.০৯% তৃতীয় লিঙ্গের ভোটার ভোটদান করেছেন। ২০১৯-এ এই হার ছিল ১৪.৬৪%।

বিদেশ থেকে কতজন ভোট দিয়েছেন?

এবারের নির্বাচনে বিদেশ থেকে ভোটদান করেছেন ১,১৯,৩৭৪ জন। যার মধ্যে পুরুষ ১,০৬,৪১১ জন এবং মহিলা ১২,৯৫০ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন ১৩ জন। ২০১৯-এর লোকসভা নির্বাচনে বিদেশ থেকে ভোটদান করেছিলেন ৯৯,৮৪৪ জন।

কতজন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত?

এবারের নির্বাচনে মোট ৮,৩৬০ জন প্রার্থীর মধ্যে ৭,১৯০ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। ২০১৯ সালের নির্বাচনে জামানত বাজেয়াপ্ত হয়েছিল ৬,৯২৩ জন প্রার্থীর। লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা ৩,৯২১ জন নির্দল প্রার্থীর মধ্যে জয়ী হয়েছেন ৭ জন। ৩,৯০৫ জন নির্দল প্রার্থী তাঁদের জামানত খুইয়েছেন।

মহিলা প্রার্থীর সংখ্যা কত?

২০১৯ সালের অনুপাতে ২০২৪ এ মহিলা প্রার্থীর সংখ্যাও বেড়েছে। ২০১৯-এ যা ছিল ৭২৬ এবার তা বেড়ে হয়েছে ৮০০। মহিলা নির্দল প্রার্থীর সংখ্যা ছিল ২৭৯ জন। সবথেকে বেশি মহিলা প্রার্থী ছিলেন মহারাষ্ট্রে। ১১১ জন। এরপর এই তালিকায় নাম আছে উত্তরপ্রদেশ (৮০ জন) এবং তামিলনাড়ু (৭৭ জন)। দেশের ৫৪৩টি কেন্দ্রের মধ্যে ১৫২টিতে কোনও মহিলা প্রার্থী ছিল না।

মোট কত ভোটার?

কমিশন প্রকাশিত তথ্য অনুসারে ২০২৪ লোকসভা নির্বাচনে মোট ভোটার ছিল ৯৭,৯৭,৫১,৮৪৭। যা ২০১৯-এ ছিল ৯১,১৯,৫০,৭৩৪। ভোটার সংখ্যা বৃদ্ধির হার ৭.৪৩%।

মোট কতজন ভোট দিয়েছেন?

এই নির্বাচনে ভোট দিয়েছেন মোট ৬৪.৬৪ কোটি ভোটার। যা ২০১৯-এ ছিল ৬১.৪ কোটি। ইভিএম এবং পোস্টাল ব্যালট মিলিয়ে মোট ভোট পড়েছে ৬৪,৬৪,২০,৮৬৯। যার মধ্যে ইভিএম ভোট ৬৪,২১,৩৯,২৭৫ এবং পোস্টাল ভোট ৪২,৮১,৫৯৪। এর মধ্যে পুরুষদের ভোট সংখ্যা ৩২,৯৩,৬১,৯৪৮ এবং মহিলাদের ভোট সংখ্যা ৩১,২৭,৬৪,২৬৯। তৃতীয় লিঙ্গের ভোট সংখ্যা ১৩,০৫৮।

ছবি প্রতীকী
Lok Sabha Polls 24: ভোট পর্বে কত ইভিএম ত্রুটিপূর্ণ ছিল - কমিশনের কাছে তথ্য প্রকাশের দাবি গৌরব গগৈ-এর
ছবি প্রতীকী
Lok Sabha Polls 24: কঙ্গনা থেকে অরুণ গোভিল – একনজরে লোকসভা নির্বাচনের তারকা প্রার্থীদের ফলাফল

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in