গাড়ি, মোবাইল থেকে কম্পিউটার - নয়া জিএসটি সংস্কারের ফলে সস্তা হবে কোন কোন জিনিস?

People's Reporter: মোদি জানিয়েছেন, "আমরা নেক্সট জেনারেশন জিএসটি সংস্কার আনছি, যা দেশের সর্বত্র করের বোঝা কমাবে। আমি আপনাদের জন্য ডাবল দীপাবলি নিয়ে আসব!"
গাড়ি, মোবাইল থেকে কম্পিউটার - নয়া জিএসটি সংস্কারের ফলে সস্তা হবে কোন কোন জিনিস?
প্রতীকী ছবি
Published on

স্বাধীনতা দিবসের ভাষণে লালকেল্লা থেকে জিএসটি নিয়ে বড় ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদি জানিয়েছেন, "আমরা নেক্সট জেনারেশন জিএসটি সংস্কার আনছি, যা দেশের সর্বত্র করের বোঝা কমাবে। আমি আপনাদের জন্য ডাবল দীপাবলি নিয়ে আসব!" এই ঘোষণার পর বিশেষজ্ঞরা মনে করছেন, এর ফলে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের জন্য কর ব্যবস্থা আরও সহজ হতে পারে।

বর্তমানে জিএসটি কাঠামোতে চারটি স্ল্যাব রয়েছে - ৫ শতাংশ, ১২ শতাংশ, ১৮ শতাংশ এবং ২৮ শতাংশ। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন সূত্রে খবর, নয়া জিএসটিতে থাকবে তিনটি স্ল্যাব। এগুলি হল - ৫ শতাংশ, ১৮ শতাংশ এবং ৪০ শতাংশ। অর্থাৎ বর্তমানে ১২ শতাংশ কর স্লাবে থাকা ৯৯ শতাংশ পণ্য ৫ শতাংশের স্ল্যাবে চলে আসবে। এবং ২৮ শতাংশের ৯৯ শতাংশ পণ্য চলে আসবে ১৮ শতাংশের স্ল্যাবে।

এছাড়া ৪০ শতাংশ কর তামাকজাত দ্রব্য সহ কিছু পণ্যের উপর আরোপ করা হবে। সূত্র জানাচ্ছে, এই তালিকায় পাঁচ থেকে সাতটি পণ্য থাকবে। এগুলোতে ইতিমধ্যেই উচ্চতর কর আরোপ করা হয়। উদাহরণস্বরূপ, চিবানো তামাকের উপরে ১৬০ শতাংশ এবং সিগারেটের উপরে জিএসটি, সেস এবং জাতীয় দুর্যোগকালীন আকস্মিক শুল্কের মিশ্রণের মাধ্যমে কর আরোপ করা হয়। এছাড়া শ্রম নিবিড় এবং রপ্তানিমুখী শিল্প দ্বারা উৎপাদিত হিরে এবং মূল্যবান পাথরের মত কিছু অন্যান্য পণ্যের উপর বিদ্যমান হার অনুসারে কর আরোপ করা হবে। পেট্রোলিয়াম পণ্য জিএসটি কাঠামোর বাইরে থাকবে।

জানা গেছে, এর জন্য পরিকল্পনার রূপরেখা রাজ্যগুলির অর্থমন্ত্রীদের গোষ্ঠীর কাছে জমা দেওয়া হয়েছে। সেপ্টেম্বরে অনুষ্ঠিত জিএসটি কাউন্সিলের সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তার আগে মন্ত্রীদের গোষ্ঠী এই প্রস্তাবটি দেখে নেবে।

কী কী সস্তা হবে?


৫ শতাংশ জিএসটির পরে যেসব জিনিসপত্র সস্তা হবে: চুলের তেল, টুথপেস্ট, সাবান, টুথ পাউডার, প্রক্রিয়াজাত খাবার, ফ্রোজেন সবজি, কনডেন্সড মিল্ক, স্ন্যাকস, কম্পিউটার, মোবাইল, গিজার, প্রেসার কুকার, ভ্যাকুয়াম ক্লিনার, জলের ফিল্টার, আয়রন, সাইকেল, বাসনপত্র, বারবিকিউ, জ্যামিতি বাক্স, গ্লোব, মানচিত্র, কৃষি যন্ত্রপাতি, এইচআইভি ডায়াগনস্টিক কিট, বেশিরভাগ টিকা এবং আয়ুর্বেদিক ওষুধ।

১৮ শতাংশের পরে সস্তা হবে যে সমস্ত জিনিসপত্রের দাম: এসি, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, টিভি, মোটরসাইকেলের সিট, গাড়ি, বীমা, প্লাস্টিক পণ্য, রেজার, প্রিন্টার, অ্যালুমিনিয়াম ফয়েল, চিনির সিরাপ, প্রোটিন কনসেন্ট্রেট এবং টেম্পারড গ্লাস।

গাড়ি এবং বাইক নিয়ে কী ধারণা?

বর্তমানে যাত্রীবাহী যানবাহনের উপর ২৮ শতাংশ জিএসটি এবং ইঞ্জিন ক্ষমতা, দৈর্ঘ্য এবং বডি টাইপের উপর ভিত্তি করে ২২ শতাংশ পর্যন্ত ক্ষতিপূরণ সেস প্রযোজ্য।বৈদ্যুতিক গাড়ির উপর পাঁচ শতাংশ কর আরোপ করা হয়, কোনও ক্ষতিপূরণ সেস নেই। দুই চাকার গাড়ির জন্য এই হার ২৮ শতাংশ। ৩৫০ সিসি পর্যন্ত ইঞ্জিন ক্ষমতা সম্পন্ন মডেলের জন্য কোনও ক্ষতিপূরণ সেস নেই। অন্যদিকে এই সীমার বেশি মডেলের জন্য তিন শতাংশ সেস দিতে হয়।

সংশোধিত জিএসটি কাঠামো ২৮ শতাংশ বিভাগ বাদ দিয়েছে, যার অর্থ গাড়ি এবং বাইক সম্ভবত নতুন ১৮ শতাংশ স্ল্যাবে নেমে আসবে। যার ফলে তাদের দাম কমপক্ষে ১০ শতাংশ সস্তা হতে পারে।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in