Hurun Global Rich List 2025: সম্পত্তি কমেও বিশ্বের ধনীতম ব্যক্তি এলন মাস্ক! শীর্ষ দশে আর কে কে?
ফের বিশ্বের ধনীতম ব্যক্তির তালিকায় প্রথম স্থানে স্পেসএক্স এবং টেসলার মালিক এলন মাস্ক। 'হুরুন গ্লোবাল' সম্প্রতি ২০২৫ সালে বিশ্বের সবচেয়ে ধনীতম ব্যক্তিদের তালিকা প্রকাশ করেছে। সেখানে ধনী ব্যক্তি হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছেন এলন মাস্ক।
রিপোর্ট অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুনঃনির্বাচনের পর মাস্কের ৮২% অর্থাৎ ১৮৯ বিলিয়ন ডলার সম্পত্তি বৃদ্ধি পেয়েছে। রিপোর্ট অনুযায়ী, তিনি প্রথম ব্যক্তি, যে ৪০০ বিলিয়ন ডলারের থ্রেশহোল্ড অতিক্রম করেছেন। তবে ১৫ জানুয়ারির পর থেকে প্রায় ১০০ বিলিয়ন ডলার সম্পত্তি কমেছে তাঁর। এর জন্য তাঁর রাজনৈতিক সক্রিয়তা, ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি (DOGE)-এর সাথে সম্পর্ক এবং চীনা অটোমেকারদের সাথে ক্রমবর্ধমান প্রতিযোগিতাকে দায়ী করা হয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন ই-কর্মাস প্ল্যাটফর্ম অ্যামাজনের প্রতিষ্ঠাত জেফ বেজোস। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ২৬৬ বিলিয়ন ডলার। রিপোর্ট অনুযায়ী, ৪৪% বৃদ্ধি পেয়েছে জেফের সম্পত্তি।
অন্যদিকে, এই তালিকার তৃতীয় স্থানে রয়েছেন মেটার প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। ৮৪ বিলিয়ন ডলার সম্পত্তি বেড়ে, তাঁর বর্তমান সম্পত্তির পরিমাণ ২৪২ বিলিয়ন ডলার।
চতুর্থ স্থানে রয়েছেন ওরাকল (Oracle’s) -এর প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন। তাঁর মোট সম্পত্তি ২০৩ বিলিয়ন ডলার। সম্পত্তি বেড়েছে ৫৯ বিলিয়ন ডলার।
৯৪ বছর বয়সী ওয়ারেন বাফেট রয়েছেন পঞ্চম স্থানে। যার মোট সম্পত্তির পরিমাণ ১৬৭ বিলিয়ন ডলার। যিনি নিজের সম্পত্তির ৯৯% -এর বেশি দান করেছেন। মূলত গেটস ফাউন্ডেশন এবং তাঁর সন্তানদের দ্বারা পরিচালিত দাতব্য প্রতিষ্ঠানে দান করেছেন তিনি।
১৬৪ বিলিয়ন ডলার সম্পত্তি নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছেন গুগলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেজ। ৩৩% বৃদ্ধি পেয়েছে তাঁর সম্পত্তি।
সপ্তম এবং অষ্ঠম স্থানে রয়েছেন যথাক্রমে ফরাসি ধনকুবের বার্নার্ড আরনাল্ট এবং মাইক্রোসফটের প্রাক্তন সিইও স্টিভ বালমার। বার্নার্ড আরনাল্টের সম্পত্তির পরিমাণ ১৮ বিলিয়ন ডলার হ্রাস পেয়ে এখন ১৫৭ বিলিয়ন ডলার। অন্যদিকে ১০% বৃদ্ধি পেয়ে স্টিভ বালমারের সম্পত্তি এখন ১৫৬ বিলিয়ন ডলার হয়েছে।
নবম এবং দশম স্থানে রয়েছেন যথাক্রমে অ্যালফাবেটের প্রাক্তন প্রেসিডেন্ট অ্যালফাবেটের এবং মাইক্রোসফ্টের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। এঁদের মোট সম্পত্তির পরিমাণ যথাক্রমে ৩০% বৃদ্ধি পেয়ে ১৪৮ বিলিয়ন ডলার এবং ৪% বৃদ্ধি পেয়ে ১৪৩ বিলিয়ন ডলার হয়েছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন