Rahul Gandhi: জাতিগত আদমশুমারি করতে অক্ষম প্রধানমন্ত্রী মোদী - রাহুল গান্ধী

People's Reporter: এদিন রাহুল গান্ধী বলেন, CWC সর্বসম্মতভাবে দেশে জাতিশুমারিকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছে। দেশের দরিদ্রদের মুক্তির জন্য এটি একটি শক্তিশালী প্রগতিশীল পদক্ষেপ।
সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধী
সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধীছবি আইএনসি এক্স হ্যান্ডেলের সৌজন্যে

কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী সোমবার বলেছেন যে দলের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী কংগ্রেস ওয়ার্কিং কমিটি (সিডব্লিউসি) সর্বসম্মতভাবে জাতি-ভিত্তিক আদমশুমারির পক্ষে সিদ্ধান্ত নিয়েছে এবং দলের নেতৃত্বাধীন বিভিন্ন রাজ্য সরকার এই সিদ্ধান্ত বাস্তবায়িত করবে।

সোমবার কংগ্রেসের সদর দফতরে এক সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধী বলেন: "আমরা জাতিভিত্তিক শুমারি নিয়ে চার ঘণ্টা আলোচনা করেছি। আমাদের একটি ঐতিহাসিক আলোচনা হয়েছে। এটি একটি সর্বসম্মত সিদ্ধান্ত ছিল। সভায় এমন কেউ ছিল না যারা এর বিরোধিতা করেছিল। CWC সর্বসম্মতভাবে দেশে জাতিশুমারিকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছে। দেশের দরিদ্রদের মুক্তির জন্য এটি একটি শক্তিশালী প্রগতিশীল পদক্ষেপ।"

তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রীরাও (কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু এবং রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট) বলেছেন যে তারা তাঁদের রাজ্যে জাতিশুমারি করার ব্যবস্থা গ্রহণ করবেন। উল্লেখ্য, শনিবার রাতে রাজস্থান জাতভিত্তিক সমীক্ষা করার ঘোষণা করেছে।

ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স (ইন্ডিয়া) দলগুলি এই বিষয়ে একসাথে আছে কিনা এবং তারা জাতি ভিত্তিক আদমশুমারীকে সমর্থন করবে কিনা এই প্রশ্নের জবাবে রাহুল গান্ধী বলেন: "কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে যে এটি জাতিগত শুমারিকে আন্তরিকভাবে সমর্থন করবে এবং বিজেপিকে জাতিগত শুমারি করতে বাধ্য করবে। দেশ যেভাবে চায় আমরা ক্ষমতায় আসার পরে সেভাবেই তা করব। বিজেপি ব্যর্থ হলে তারা ছেড়ে দিক।"

তিনি আরও বলেন, "ভারতের বেশিরভাগ রাজনৈতিক দলই এটিকে সমর্থন করে। কিছু কিছু ব্যক্তি মানুষের মতামত কিছুটা ভিন্ন হতে পারে। তবে আমি নিশ্চিত যে সংখ্যাগরিষ্ঠ অংশই এই সিদ্ধান্ত সমর্থন করবে। আমরা ফ্যাসিবাদী শক্তি নই এবং আমরা কাউকে জোর করব না।"

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কংগ্রেসের বিরুদ্ধে দেশকে বিভক্ত করার অভিযোগ করার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন: "প্রধানমন্ত্রী অসংলগ্ন বক্তব্য প্রকাশ করছেন। প্রধানমন্ত্রী জাত-ভিত্তিক আদমশুমারি করতে অক্ষম। কংগ্রেসের চারজন মুখ্যমন্ত্রী রয়েছে। যার মধ্যে তিনজন ওবিসি। যেখানে বিজেপির ১০ জন মুখ্যমন্ত্রী রয়েছে। কতজন বিজেপি মুখ্যমন্ত্রী ওবিসি শ্রেণী থেকে এসেছেন? বিজেপির একজন ওবিসি মুখ্যমন্ত্রী আছে, যা মধ্যপ্রদেশের নির্বাচনের পরে থাকবে না। প্রধানমন্ত্রী ওবিসিদের জন্য কাজ করেন না বরং তাদের দৃষ্টি মূল সমস্যা থেকে ঘুরিয়ে দিতে চেষ্টা করেন।"

উল্লেখ্য, আজই নির্বাচন কমিশন মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান, তেলেঙ্গানা এবং মিজোরামের বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা করেছিল। সেই দিনেই রাহুল গান্ধীর এই মন্তব্যকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

জাতিভিত্তিক শুমারিকে সমর্থন করার বিষয়ে CWC-এর প্রস্তাব বিহার সরকার বর্ণ আদমশুমারি সমীক্ষা রিপোর্ট প্রকাশ করার কয়েকদিন পরে নেওয়া হয়। বর্তমানে কংগ্রেস বিহারে ক্ষমতাসীন সরকারের সহযোগী।

বিহারের জাতিভিত্তিক সমীক্ষায় দেখা গেছে, অত্যন্ত অনগ্রসর শ্রেণী (ইবিসি) অন্তর্ভুক্ত জনসংখ্যার ৩৬.০১ শতাংশ, অনগ্রসর শ্রেণী ২৭.১২ শতাংশ এবং সাধারণ শ্রেণী অন্তর্ভুক্ত জনসংখ্যার ১৫.৫২ শতাংশ।

তিনি বলেন, "আমি সংসদে জানিয়েছিলাম ৯০ জনের মধ্যে মাত্র তিনজন ওবিসি অফিসার। কিন্তু এর পরেও প্রধানমন্ত্রী এই বিষয়ে একটি শব্দও উচ্চারণ করেননি।

রাহুল বলেন, "প্রধানমন্ত্রীর বলা উচিত যে আমরা জাতি ভিত্তিক আদমশুমারি করব এবং তাঁর বলা উচিত যে পরবর্তী আদমশুমারিটি জাতিভিত্তিক হবে। কিন্তু তাঁর সে কথা বলার সাহস নেই। তিনি একটি বিভ্রান্তিমূলক অবস্থা তৈরি করেছেন। প্রধানমন্ত্রী মোদী ইস্যুটিকে অন্য দিকে ঘুরিয়ে দিতে চাইছেন।”

তিনি আরও বলেন, সিদ্ধান্তটি ধর্ম বা বর্ণের বিবেচনায় অনুপ্রাণিত নয়, বরং এটি ভারতের আর্থিকভাবে সুবিধাবঞ্চিত মানুষের সুবিধার জন্য করা হয়েছে।

কংগ্রেসকে জাত ও ধর্মের ভিত্তিতে দেশকে বিভক্ত করার অভিযোগে প্রধানমন্ত্রী সম্পর্কে এক প্রশ্নের জবাবে রাহুল গান্ধী তাঁর নিন্দা করে বলেন: “প্রধানমন্ত্রী মোদি দেশকে ভাগ করতে চান। আমাদের মূলমন্ত্র হল এক্স-রে (বর্ণ ভিত্তিক আদমশুমারি) করা উচিত। উদাহরণস্বরূপ, যদি কেউ আঘাত পায় তবে কারণ সনাক্ত করার জন্য এক্স-রে করা হয়। আমরা চাই এক্স-রে (জাতিশুমারি) হোক। কেন মোদিজি এক্স-রে করতে ভয় পাচ্ছেন? এটা বিভাজন নয়, জনগণকে অধিকার দেওয়ার কথা।”

তিনি আরও বলেন, বর্ণভিত্তিক আদমশুমারির পর অর্থনৈতিক সমীক্ষাও করা হবে। জাতিভিত্তিক আদমশুমারির মাধ্যমে আমরা মানুষের তথ্য পাব। এরপর দেশের কত সম্পদ-সম্পত্তি জনগণের হাতে রয়েছে। প্রতিষ্ঠান ও সরকারি চাকরিতে ওবিসি, এসসি, এসটি, দলিত শ্রেণির মানুষের অংশগ্রহণ কতটা হবে এবং দেশের সম্পদে কী হবে।

বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণার পর রাহুল গান্ধী বলেন: "আমি মনে করি যে আমরা নির্বাচনে ভাল করব। মূল্যবৃদ্ধি, বেকারত্ব নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। আমাদের সরকার জনগণের জন্য কাজ করেছে। জাতি শুমারি আমাদের ভিত্তি। রাজস্থান যা করেছে তা আমরা জাতীয় স্তরে করব।

তিনি বলেন, "মোদি এবং বিজেপি যে ভয় ও ঘৃণার দৃষ্টিভঙ্গি নিয়েছে, আমরা তার বদলে ভালবাসা এবং উন্নয়ন দিয়ে নতুন ভারত গড়ব।"

সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধী
Bihar: ‘আমাদের উদ্দেশ্য স্পষ্ট’, বিহারে জাতি ভিত্তিক জনগণনা নিয়ে দাবি নীতিশ কুমারের
সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধী
Ladakh Election: লাদাখ-কারগিলের প্রথম নির্বাচনেই BJP-র হার, ৩৭০ ধারা বাতিলের ফল - দাবি ওমর আবদুল্লার

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in