CPIM 23rd Party Congress: সিপিআইএম ২৩তম পার্টি কংগ্রেসের লোগো প্রকাশিত

আগামী ৬ এপ্রিল থেকে কেরলের কান্নুরে সিপিআইএমের ২৩তম পার্টি কংগ্রেস অনুষ্ঠিত হবে। চলবে ১০ এপ্রিল পর্যন্ত। এর আগে শেষ পার্টি কংগ্রেস অনুষ্ঠিত হয়েছিল ২০১৮ সালে, হায়দারাবাদে।
CPIM ২৩তম পার্টি কংগ্রেসের লোগো প্রকাশিত
CPIM ২৩তম পার্টি কংগ্রেসের লোগো প্রকাশিতছবি CPIM-এর ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

প্রকাশিত হলো সিপিআইএম ২৩ তম পার্টি কংগ্রেসের লোগো। কেরলের কান্নুরে সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য ইপি জয়রাজন এই লোগো প্রকাশ করেছেন। লোগোটি ডিজাইন করেছেন মালাপ্পুরমের শিল্পী মনু কালিক্কাড়।

আগামী ৬ এপ্রিল থেকে কেরলের কান্নুরে সিপিআইএমের ২৩তম পার্টি কংগ্রেস অনুষ্ঠিত হবে। চলবে ১০ এপ্রিল পর্যন্ত। এর আগে শেষ পার্টি কংগ্রেস অনুষ্ঠিত হয়েছিল ২০১৮ সালে, হায়দারাবাদে।

কেরালার কম্যুনিস্ট আন্দোলনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত কান্নুর। এছাড়াও রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের নিজের জেলা কান্নুর। ২০১৬ এবং ২০২১ – পরপর দু’বার নির্বাচন জেতার পর এই মুহূর্তে দলের রাজ্য এবং জাতীয় স্তরেও তাঁর অবস্থান যথেষ্ট গুরুত্বপূর্ণ।

বর্তমানে দেশের মধ্যে একমাত্র কেরালাতেই সিপিআই(এম) নেতৃত্বাধীন বাম সরকার আছে। পশ্চিমবঙ্গে দীর্ঘ সময় ক্ষমতায় থাকার পর এবারই প্রথম বিধানসভা নির্বাচনে কোনো আসনে সিপিআই(এম) প্রার্থীরা জয়ী হতে পারেননি। যার ফলে আগামী পার্টি কংগ্রেস আয়োজনের বড়ো দাবিদার কেরল।

CPIM ২৩তম পার্টি কংগ্রেসের লোগো প্রকাশিত
Tamil Nadu: অনন্য নজির, দৃষ্টিহীন হয়েও CPIM-র জেলা সম্পাদক হলেন বিএস ভারতী

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in