I-N-D-I-A: ৩ রাজ্যে হার, তবু ইন্ডিয়া মঞ্চের আসন বন্টনে দলের মতামতই প্রাধান্য পাবে - আশাবাদী কংগ্রেস

People's Reporter: এক কংগ্রেস নেতা বলেন, দল বিজেপির বিরুদ্ধে প্রধান শক্তি হিসাবেই আছে। মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থানে এখনও কংগ্রেসের ভালো উপস্থিতি আছে। এই তিন রাজ্যে কোনও আঞ্চলিক দলের প্রভাব নেই।
মল্লিকার্জুন খাড়গে এবং রাহুল গান্ধী
মল্লিকার্জুন খাড়গে এবং রাহুল গান্ধীফাইল ছবি

তিন রাজ্যের সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে ভরাডুবি হলেও এখনও পর্যন্ত কংগ্রেস শীর্ষ নেতৃত্ব মনে করছেন, এই পরাজয়ের পরেও ইন্ডিয়া মঞ্চে আসন বন্টনের প্রশ্নে কংগ্রেসের মতামতই প্রাধান্য পাবে। আগামী বছরের প্রথম দিকেই ভারতে লোকসভা নির্বাচন হবার সম্ভাবনা।

নাম প্রকাশে অনিচ্ছুক দলের এক বিশিষ্ট নেতার মতে, "তিন রাজ্যের ফলাফল নিঃসন্দেহে হতাশাজনক। যদিও এই ফলাফল প্রমাণ করে না যে কংগ্রেস নিশ্চিহ্ন হয়ে গেছে।"

তিনি আরও বলেন, কংগ্রেস এখনও আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে প্রধান শক্তি হিসাবেই আছে। মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং রাজস্থানের মত রাজ্যে এখনও কংগ্রেসের ভালোরকম উপস্থিতি আছে এবং এই তিন রাজ্যে কোনও আঞ্চলিক দলের কোনও প্রভাব নেই।

তিনি আরও বলেন, আসন্ন লোকসভা নির্বাচনে বিহার, ঝাড়খন্ড এবং উত্তরপ্রদেশের ক্ষেত্রে স্থানীয় স্তরে শক্তিশালী আরজেডি, জেডি (ইউ), ঝাড়খন্ড মুক্তি মোর্চা, সমাজবাদী পার্টি সঙ্গে একসঙ্গেই লড়াই করতে হবে।

দলের অন্য এক সূত্র জানাচ্ছে, "কংগ্রেসকে বাস্তবতা মেনে নিতে হবে এবং যে রাজ্যে যে আঞ্চলিক দল শক্তিশালী সেই রাজ্যে কংগ্রেসকে সেই দলের সমর্থন পেতে হবে।"

কংগ্রেস নেতৃত্বের এক অংশের মতে, বিহার, ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশের পরে, কংগ্রেসের উপস্থিতি অন্য সব রাজ্যে এবং বিশেষ করে পাঞ্জাব, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, রাজস্থান, হরিয়ানা, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে যথেষ্টই এবং এই সব রাজ্যে এখনও বিজেপির প্রধান প্রতিপক্ষ কংগ্রেস।

কংগ্রেসের এই সূত্র থেকে দাবি করা হয়েছে যে আগামী লোকসভা নির্বাচনে উত্তরভারতে বিজেপিকে সরাসরি কড়া মোকাবিলায় ফেলবে দল।

ওই সূত্র থেকেই দাবি করা হয়েছে, ইন্ডিয়া মঞ্চে যখন রাজ্যগুলির জন্য আসন ভাগাভাগি নিয়ে আলোচনা শুরু হবে, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের ফলাফল সেই আলোচনায় এবং আসন বন্টনের প্রশ্নে কোনও প্রভাব ফেলবে না।

দলের অন্য এক নেতা বলেছেন, গত কয়েক মাসে আপ এবং সমাজবাদী পার্টির সঙ্গে যে শীতল সম্পর্ক তৈরি হয়েছে তা মিটিয়ে নেওয়া খুব সহজ হবেনা। এক্ষেত্রে দিল্লি এবং পাঞ্জাবে ক্ষমতায় থাকা আপ-কে এই দুই রাজ্যে আসন নিয়ে ঐকমত্যে আসতে হবে।

বুধবার সন্ধ্যায়, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ইন্ডিয়া মঞ্চের নেতাদের সঙ্গে এক বৈঠকে সভাপতিত্ব করেন এবং ২০২৪-এর কৌশল তৈরি করতে এবং আসন ভাগাভাগির জন্য আলোচনা শুরু করতে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে জোটের পরবর্তী বৈঠক ডাকার সিদ্ধান্ত ঘোষণা করেন।

৩১ আগস্ট এবং ১ সেপ্টেম্বর মুম্বাইতে ইন্ডিয়া মঞ্চের তৃতীয় বৈঠকের পরে, ২০২৪ লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য ১৪ সদস্যের সমন্বয় কমিটি এবং ১৯ সদস্যের নির্বাচনী কৌশল কমিটি গঠন করা হয়।

এই সমন্বয় কমিটিতে আছেন কংগ্রেসের কেসি ভেনুগোপাল, এনসিপির শরদ পাওয়ার, ডিএমকে-র টিআর বালু, জেএমএম-এর হেমন্ত সোরেন, শিবসেনার সঞ্জয় রাউত, আরজেডি-র তেজস্বী যাদব, তৃণমূলের অভিষেক ব্যানার্জি, আপ-এর রাঘব চাড্ডা, সমাজবাদী পার্টির জাভেদ আলি খান, জেডি(ইউ) এর লল্লান সিং, সিপিআইয়ের ডি রাজা, ন্যাশনাল কনফারেন্সের ওমর আবদুল্লাহ এবং পিডিপির মেহবুবা মুফতি। সিপিআই(এম) এখনও পর্যন্ত এই কমিটিতে দলীয় নেতার নাম ঘোষণা করেনি।

জোটের প্রচার কমিটিতে রয়েছেন কংগ্রেসের গুরদীপ সিং সাপ্পল, জেডি(ইউ) এর সঞ্জয় ঝা, শিবসেনার অনিল দেশাই, আরজেডির সঞ্জয় যাদব, এনসিপির পিসি চাকো, জেএমএমের চম্পাই সোরেন, সমাজবাদী পার্টির কিরণময় নন্দ, আপ-এর সঞ্জয় সিং, সিপিআই(এম)-এর অরুণ কুমার, সিপিআই-এর বিনয় বিশ্বম, ন্যাশনাল কনফারেন্সের বিচারপতি (অব.) হাসনাইন মাসুদি, আরএলডি-র শহিদ সিদ্দিকী, আরএসপি-র এন কে প্রেমচন্দ্রন, এআইএফবি-র জি দেবরাজন, সিপিআই-এমএল-এর রবি রাই, ভিসিকে-র থিরুমওয়ালাভান, আইইউএমএল-এর কে এম কেদার মঈদিন, কেসি(এম) এর সদস্য জোস কে মানি। তৃণমূলের পক্ষ থেকে এখনও এই কমিটির জন্য কোনও নাম ঘোষণা করা হয়নি।

মল্লিকার্জুন খাড়গে এবং রাহুল গান্ধী
I-N-D-I-A: তিন রাজ্যে পরাজয়ের পর ইন্ডিয়া মঞ্চে কংগ্রেসের আধিপত্য বজায় থাকবে তো?
মল্লিকার্জুন খাড়গে এবং রাহুল গান্ধী
Hate Speech: এক বছরে দেশে ঘৃণা ভাষণ বেড়েছে ৪৫%, শীর্ষে উত্তরপ্রদেশ - দাবি NCRB রিপোর্টে

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in