চামোলি বিপর্যয়: নিখোঁজ ১৩৬ জনকে মৃত ঘোষণার সিদ্ধান্ত

চামোলি বিপর্যয়ে নিখোঁজ প্রাথমিক ভাবে ২০৪ জনের মধ্যে ৬৯ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ব্যক্তিদের মৃত্যুর শংসাপত্র তাদের পরিবার বা আত্মীয়দের কাছে পাঠিয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে।
চামোলিতে বিপর্যয়ের পর
চামোলিতে বিপর্যয়ের পরফাইল ছবি, সৌজন্যে নিউজ ক্লিক
Published on

ভয়াবহ বিপর্যয়ের পর পনেরো দিন কেটে গিয়েছে। কিন্তু এখনও খোঁজ মেলেনি ১৩৬ জনের। তাই এবার উত্তরাখণ্ড সরকার তাঁদের 'মৃত' ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে। চামোলি বিপর্যয়ে নিখোঁজ প্রাথমিক ভাবে ২০৪ জনের মধ্যে ৬৯ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ব্যক্তিদের মৃত্যুর শংসাপত্র তাদের পরিবার বা আত্মীয়দের কাছে পাঠিয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে।

চামোলিতে বিপর্যয়ের পর
উত্তরাখণ্ড বিপর্যয়: রাজ্যের নিখোঁজ শ্রমিকদের পরিবারের পাশে সিটু

এই ব্যাপারে উত্তরাখণ্ড সরকার যে নোটিশ জারি করেছে, তাতে বলা হয়েছে, সাধারণ পরিস্থিতিতে কোনও ব্যক্তির জন্ম ও মৃত্যুর জায়গায় শংসাপত্র দেওয়া হয়। তবে চামোলি বিপর্যয়ের মতো ব্যতিক্রমী ক্ষেত্রে যদি কোনও নিখোঁজ ব্যক্তির বেঁচে থাকার সম্ভাবনা না থাকে, তাঁর মৃতদেহও যদি না পাওয়া যায়, সেক্ষেত্রে কর্তৃপক্ষ তাঁর পরিবারের সদস্যদের মৃত্যুর শংসাপত্র জারি করে তাঁকে মৃত ঘোষণা করতে পারে।

চামোলিতে বিপর্যয়ের পর
উত্তরাখণ্ড বিপর্যয়: হিমবাহ নিয়ে সতর্কবার্তা উপেক্ষা করেছে সরকার, দাবি বিজ্ঞানীদের

রাজ্যের স্বাস্থ্য দফতরের সেক্রেটারি অমিত নেগি জানা, পরিবারের সদস্যদের নিখোঁজ ব্যক্তি সম্পর্কিত সব তথ্য দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তার কাছে হলফনামা আকারে জমা দিতে হবে। তিনি উপযুক্ত তদন্তের পরে মৃত্যুর শংসাপত্র জারি করবেন।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in