

পদ্মভূষণ পাচ্ছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ৭৩ তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে পদ্ম পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করলো কেন্দ্র সরকার। সেখানে দেশের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক পুরস্কার প্রাপকের তালিকায় রয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যের নাম। সামাজিক ক্ষেত্রে অবদানের জন্য এই সম্মান দেওয়া হচ্ছে বর্ষীয়ান এই সিপিআইএম নেতাকে।
২০০০ থেকে ২০১১ সাল পর্যন্ত দীর্ঘ ১০ বছর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। নিজের শাসনকালে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছেন তিনি। ২০১১ সালে রাজ্যে ক্ষমতার পালাবদলের পরও বেশ কিছুদিন সক্রিয়ভাবে রাজনীতি করলেও বর্তমানে শারীরিক অসুস্থতার কারণে রাজনীতি থেকে দূরে রয়েছেন তিনি। তা সত্ত্বেও বাংলার রাজনীতিতে আজও সমান প্রাসঙ্গিক তিনি। যার প্রমাণ এই পদ্ম পুরস্কার।
বুদ্ধদেব ভট্টাচার্যের পদ্ম পুরস্কার পাওয়ার খবরে রীতিমত উচ্ছ্বসিত বাংলার বামপন্থীরা নেতা-কর্মীরা। তবে বুদ্ধদেব ভট্টাচার্য যে পুরস্কারের জন্য কখনো কাজ করেননা তা পরিষ্কার করে দিয়েছেন বাম নেতা সুজন চক্রবর্তী। তিনি জানিয়েছেন, এই খবর তাঁর কাছে কোনও বড় খবর নয়। পশ্চিমবঙ্গের স্বচ্ছ রাজনীতিবিদদের মধ্যে প্রথমেই বাম নেতারা রয়েছেন। তৃণমূল তাঁদের ধারেকাছেও আসতে পারবে না। বুদ্ধবাবু পুরস্কারের প্রত্যাশা নিয়ে কাজ করেন না।
পশ্চিমবঙ্গ থেকে আরও একজন পদ্মভূষণ সম্মান পাচ্ছেন - অভিনেতা ভিক্টর ব্যানার্জি। শিল্পক্ষেত্রে অবদানের জন্য এই স্বীকৃতি পাচ্ছেন তিনি।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন