মোদী সরকারের পদ্মভূষণ প্রত্যাখ্যান করলেন Buddhadeb Bhattacharya

বিবৃতিতে বুদ্ধদেব ভট্টাচার্য লিখেছেন - পদ্মভূষণ পুরস্কার নিয়ে আমি কিছুই জানি না। আমাকে এই নিয়ে কেউ কিছু বলেনি। যদি আমাকে পদ্মভূষণ পুরস্কার দিয়ে থাকে তাহলে আমি তা প্রত্যাখ্যান করছি।
বুদ্ধদেব ভট্টাচার্য
বুদ্ধদেব ভট্টাচার্যফাইল ছবি

মোদী সরকারের পদ্মভূষণ সম্মান প্রত্যাখ্যান করলেন বুদ্ধদেব ভট্টাচার্য। পুরস্কার পাওয়ার খবর প্রকাশিত হতেই বিবৃতি দিয়ে এই পুরস্কার প্রত‍্যাখানের কথা জানিয়েছেন তিনি।

বিবৃতিতে বুদ্ধদেব ভট্টাচার্য লিখেছেন - পদ্মভূষণ পুরস্কার নিয়ে আমি কিছুই জানি না। আমাকে এই নিয়ে কেউ কিছু বলেনি। যদি আমাকে পদ্মভূষণ পুরস্কার দিয়ে থাকে তাহলে আমি তা প্রত্যাখ্যান করছি।

৭৩ তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে পদ্ম পুরস্কার প্রাপক হিসেবে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের নাম ঘোষণা করে কেন্দ্র সরকার। সামাজিক ক্ষেত্রে অবদানের জন্য এই সম্মান দেওয়া হয়েছিল তাঁকে। এই খবর প্রকাশিত হওয়ার পরই রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছিল যে মোদী সরকারের দেওয়া দেশের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান ফিরিয়ে দেবেন বর্ষীয়ান সিপিআইএম নেতা। সেই জল্পনাই সত‍্যি হলো। পুরস্কার দেওয়ার কথা জানতে পেরে পত্রপাঠ সেই সম্মান প্রত‍্যাখান করেন বুদ্ধবাবু।

বুদ্ধদেব ভট্টাচার্যের পারিবারিক সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কোনো এক ব‍্যক্তি পদ্মভূষণ দেওয়ার কথা জানিয়ে বুদ্ধবাবুর বাড়িতে ফোন করেছিলেন। বুদ্ধবাবু বিষয়টা জানতেন না তখন। পরে জানতে পেরেই বিবৃতি দিয়ে পুরস্কার প্রত‍্যাখানের কথা জানান তিনি।

বুদ্ধদেব ভট্টাচার্যের পদ্ম পুরস্কার পাওয়ার খবর প্রকাশিত হওয়ার পরই সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী বলেছিলেন, এই খবর তাঁর কাছে কোনও বড় খবর নয়। পশ্চিমবঙ্গের স্বচ্ছ রাজনীতিবিদদের মধ্যে প্রথমেই বাম নেতারা রয়েছেন। তৃণমূল তাঁদের ধারেকাছেও আসতে পারবে না। বুদ্ধবাবু পুরস্কারের প্রত্যাশা নিয়ে কাজ করেন না। কেন্দ্র মাইলেজ খাওয়ার জন্য ওনাকে পুরস্কার দিচ্ছে।

বুদ্ধদেব ভট্টাচার্য
সামাজিক ক্ষেত্রে অবদানের জন্য পদ্মভূষণ পাচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী Buddhadeb Bhattacharya

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in