Bloomberg Billionaires Index: আবার শীর্ষে এলন মাস্ক, এবছর বিশ্বের ৫০০ ধনীর সম্পদ বাড়লো $১.৫ ট্রিলিয়ন

People's Reporter: ব্লুমবারগ বিলিওনেয়ার ইন্ডেক্স অনুসারে ২০২৩ সালে বিশ্বের প্রথম ৫০০ ধনী ব্যক্তির সম্পদ বেড়েছে ১.৫ ট্রিলিয়ন মার্কিন ডলার। গত বছর এঁদের মোট ক্ষতির পরিমাণ ছিল ১.৪ ট্রিলিয়ন মার্কিন ডলার।
এলন মাস্ক
এলন মাস্কগ্রাফিক্স - সুমিত্রা নন্দন

আবারও বিশ্বের ধনীতম ব্যক্তির তকমা ফিরে পেলেন টেসলা এবং স্পেস এক্স-এর সিইও এলন মাস্ক। ফ্রান্সের ধনকুবের বার্নার্ড আরনল্ট-এর কাছ থেকে তিনি এই তকমা ছিনিয়ে নিলেন।

ব্লুমবারগ বিলিওনেয়ার ইন্ডেক্স অনুসারে ২০২৩ সালে বিশ্বের প্রথম ৫০০ ধনীতম ব্যক্তির সম্পদ বেড়েছে ১.৫ ট্রিলিয়ন মার্কিন ডলার। গত বছর এঁদের মোট ক্ষতির পরিমাণ ছিল ১.৪ ট্রিলিয়ন মার্কিন ডলার।

২০২৩-এ টেক বিলিওনেয়ারদের সম্পদের বৃদ্ধি হয়েছে ৪৮ শতাংশ বা ৬৫৮ বিলিয়ন মার্কিন ডলার। মূলত আর্টিফিশিয়াল ইনটালিজেন্স বা এআই-এর রমরমার কারণেই তাঁদের এই সম্পদ বৃদ্ধি।

ব্লুমবারগ বিলিওনেয়ার ইন্ডেক্স-এর তথ্য অনুসারে ২০২২ সালে এলন মাস্ক ১৩৮ বিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়ে শীর্ষস্থান হারিয়েছিলেন। গত বৃহস্পতিবার ফের তাঁর সম্পদে ৯৫.৪ বিলিয়ন ডলার যুক্ত হবার পর তিনি ফের শীর্ষস্থান দখল করেছেন।

বর্তমানে এলন মাস্ক-এর মোট সম্পদের পরিমাণ ফরাসী ধনকুবের বার্নার্ড আরনল্ট-এর চেয়ে প্রায় ৫০ বিলিয়ন মার্কিন ডলার বেশি। বাজারে সম্প্রতি বিলাসদ্রব্যের চাহিদা কমে যাওয়ায় বার্নার্ড আরনল্ট-এর মোট সম্পদের পরিমাণ কমেছে।

উল্লেখযোগ্যভাবে আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস বর্তমান বছরে তাঁর মোট সম্পদের পরিমাণ বাড়িয়েছেন প্রায় ৭০ বিলিয়ন মার্কিন ডলার। এই মুহূর্তে বিশ্বের বিশ্বের দ্বিতীয় ধনীতম ব্যক্তির স্থান নিয়ে তাঁর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই চলছে বার্নার্ড আরনল্ট-এর। জেফ বেজোস ছাড়াও বর্তমান বছরে মেটা সিইও মার্ক জুকেরবারগের সম্পদ বেড়েছে ৮০ বিলিয়ন মার্কিন ডলার।

ব্লুমবারগ বিলিওনেয়ার ইন্ডেক্স-এর সাম্প্রতিক তথ্য অনুসারে বিশ্বের প্রথম ১০ ধনী ব্যক্তির মধ্যে ৯ জনই মার্কিন যুক্তরাষ্ট্রের। এই তালিকায় আছেন, এলন মাস্ক (২৩২ বিলিয়ন মার্কিন ডলার), বার্নার্ড আরনল্ট (১৭৯ বিলিয়ন মার্কিন ডলার), জেফ বেজোস (১৭৮ বিলিয়ন মার্কিন ডলার), বিল গেটস (১৪১ বিলিয়ন মার্কিন ডলার), স্টিভ বামার (১৩১ বিলিয়ন মার্কিন ডলার), মার্ক জুকেরবারগ (১৩০ বিলিয়ন মার্কিন ডলার), ল্যারি পেজ (১২৭ বিলিয়ন মার্কিন ডলার), ল্যারি এলিসন (১২৪ বিলিয়ন মার্কিন ডলার), সেরগেই ব্রিন (১২০ বিলিয়ন মার্কিন ডলার) এবং ওয়ারেন বাফেট (১২০ বিলিয়ন মার্কিন ডলার)।

দুই ভারতীয় ব্যবসায়ী মুকেশ আম্বানি এবং গৌতম আদানি এই তালিকার ১৩ এবং ১৫ তম স্থানে আছেন। এঁদের সম্পদের পরিমাণ যথাক্রমে ৯৭.১ বিলিয়ন মার্কিন ডলার এবং ৮৩.২ বিলিয়ন মার্কিন ডলার।

এলন মাস্ক
Forbes World's Billionaires List: বিলিওনেয়ারদের সংখ্যায় বিশ্বে তৃতীয় স্থানে ভারত
এলন মাস্ক
Elon Musk: বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির তকমা হারালেন এলন মাস্ক!

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in