Aadhar Card: আধার জালিয়াতি রুখতে রিজার্ভ ব্যাংককে চিঠি দিল 'ব্যাঙ্ক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ'

People's Reporter: সংগঠনটি চিঠিতে লিখেছে, 'ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া' (UIDAI)-র নির্দেশিকায় পরিষ্কার লেখা আছে ব্যাঙ্ক আকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক করানো বাধ্যতামূলক নয়।
প্রতীকী ছবি
প্রতীকী ছবিসংগৃহীত

আধার কার্ড-র মাধ্যমে প্রতারণার বিরুদ্ধে এবং গ্রাহকদের সুরক্ষার জন্য রিজার্ভ ব্যাঙ্কেকে চিঠি দিল 'ব্যাঙ্ক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ'। ওই চিঠিতে রিজার্ভ ব্যাঙ্কের গর্ভনর শক্তিকান্ত দাসের কাছে যথাযথ পদক্ষেপের দাবি জানিয়েছে সংগঠনটি।

বর্তমানে আধার কার্ডের মাধ্যমে গ্রাহকদের আঙুলের ছাপ জালিয়াতি করে ব্যাঙ্ক থেকে টাকা তুলে নিচ্ছে প্রতারকরা। যে পদ্ধতিকে প্রতারকরা জালিয়াতির কাজে হাতিয়ার করেছে তার নাম হলো 'AADHAAR ENABLED PAYMENT SYSTEM' বা সংক্ষেপে 'AEPS'। এই পদ্ধতিতে টাকা তুলতে গেলে আঙুলের ছাপ লাগে। কিন্তু কোনো ব্যক্তির অজান্তেই তাঁর আঙুলের ছাপ ব্যবহার করে সাইবার ক্রাইমের মাধ্যমে উধাও হয়ে যাচ্ছে টাকা। এর পেছনে কিছুটা হলেও ব্যাঙ্কগুলিকে দায়ী করেছে 'ব্যাঙ্ক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ'।

ওই সংগঠনের যুগ্ম আহ্বায়ক বিশ্বরঞ্জন রায় এবং সৌম্য দত্ত এইপিএস (AEPS) জালিয়াতির বিরুদ্ধে রিজার্ভ ব্যাঙ্ককে চিঠি দিয়েছেন। যার উল্লেখ প্রেস বিবৃতিতে করেছেন তাঁরা। সংগঠনটি চিঠিতে লিখেছে, 'ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া' (UIDAI)-র নির্দেশিকায় পরিষ্কার লেখা আছে ব্যাঙ্ক আকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক করানো বাধ্যতামূলক নয়। কিন্তু সাধারণ মানুষ ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে গেলে বা কেওয়াইসি (KYC) আপডেট করতে গেলে তাঁকে ব্যাঙ্ক কর্মীরাই বাধ্য করছেন আধার কার্ড দিতে। কিন্তু অন্যান্য প্রমাণপত্রেরও একই কার্যকারিতা রয়েছে। সেটা ব্যাঙ্ক কর্মীরা গুরুত্ব দিচ্ছেন না।

আধার কার্ডের সাথে অ্যাকাউন্ড সংযুক্ত করার ফলে প্রতারকদের জালিয়াতিতে আরও সুবিধা হচ্ছে। বায়োমেট্রিক তথ্য প্রকাশ্যে এসে যাচ্ছে। সেই সুযোগকে কাজে লাগিয়ে ফিঙ্গারপ্রিন্ট জাল করে অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব করে দিচ্ছে প্রতারকরা।

সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে গ্রাহকদের আধার কার্ড সংযুক্তিকরণ অবিলম্বে বন্ধ করা হোক। কেওয়াইসি আপডেট করানোর জন্য আধার কার্ডের ব্যবহারের পরিবর্তে ভোটার আই কার্ড, ইলেক্ট্রিক বিল অথবা ল্যান্ডলাইন বিল ব্যবহার করতে হবে। সাধারণ মানুষের কষ্টার্জিত উপার্জন সুরক্ষিত রাখতে রিজার্ভ ব্যাঙ্কে এই বিষয়গুলির ওপর নজর গুরুত্ব সহকারে নজর দিতে হবে। পাশাপাশি রেশন দোকান, মোবাইল সিম ব্রিক্রির দোকান, বায়োমেট্রিক পদ্ধতিতে অফিসে প্রবেশের পদ্ধতির ওপর বিশেষ নজরদারি চালানো দরকার। তাহলে এই জালিয়াতি প্রতিহত করা সম্ভব হবে।

প্রতীকী ছবি
বাম সাংসদ গীতা মুখার্জি - ২৭ বছর আগেই মহিলা সংরক্ষণ নিয়ে ব্যক্তিগত চেষ্টায় সংসদে বিল পেশ করেন
প্রতীকী ছবি
Manipur: শেষ হল ৪৮ ঘণ্টার ধর্মঘট, ব্যাপকভাবে প্রভাবিত স্বাভাবিক জনজীবন

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in