একনজরে দেশের সেরা ১০ বিশ্ববিদ্যালয়, যেখানে ভর্তি হওয়ার জন্য মুখিয়ে থাকেন পড়ুয়ারা
ছবি - সংগৃহীত

একনজরে দেশের সেরা ১০ বিশ্ববিদ্যালয়, যেখানে ভর্তি হওয়ার জন্য মুখিয়ে থাকেন পড়ুয়ারা

People's Reporter: চলতি বছরের আগস্ট মাসেই দেশের সেরা ১০ বিশ্ব বিদ্যালয়ের তালিকা প্রকাশ করে ন্যাশনাল ইনস্টিটিউট র‍্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক (NIRF)।
Published on

২০২৪ শেষ হয়ে শুরু হয়েছে ২০২৫ সাল। বছরের শুরুতেই বিভিন্ন বোর্ডের পরীক্ষা রয়েছে। পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নতুন বিশ্ববিদ্যালয়ের সন্ধান করবেন অনেকেই। একনজরে দেখে দিন NIRF-র তালিকায় স্থান পাওয়া দেশের শীর্ষ ১০ বিশ্ববিদ্যালয়।

চলতি বছরের আগস্ট মাসেই দেশের সেরা ১০ বিশ্ব বিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে ন্যাশনাল ইনস্টিটিউট র‍্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক (NIRF)। যে তালিকায় দেশের বিভিন্ন রাজ্যের বিশ্ববিদ্যালয় রয়েছে।

বেঙ্গালুরুর আইআইএসসি
বেঙ্গালুরুর আইআইএসসিছবি - সংগৃহীত

এই তালিকায় প্রথম স্থানে রয়েছে বেঙ্গালুরুর আইআইএসসি। পয়েন্ট পেয়েছে ৮৩.২৯।

জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়
জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ছবি - সংগৃহীত

দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের পয়েন্ট ৬৯.৮০। দেশের বহু পড়ুয়া এই বিশ্ব বিদ্যালয়ে সুযোগ পাওয়ার জন্য মুখিয়ে রয়েছেন।

জামিয়া মিলিয়া ইসলামিয়া
জামিয়া মিলিয়া ইসলামিয়াছবি - সংগৃহীত

তৃতীয় স্থানে রয়েছে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়। পয়েন্ট পেয়েছে ৬৮.১১।

মনিপাল অ্যাকাডেমি অফ হাইয়ার এডুকেশন
মনিপাল অ্যাকাডেমি অফ হাইয়ার এডুকেশনছবি - সংগৃহীত

৬৭.১৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থান দখল করেছে মনিপালের মনিপাল অ্যাকাডেমি অফ হাইয়ার এডুকেশন।

বানারস হিন্দু ইউনিভার্সিটি
বানারস হিন্দু ইউনিভার্সিটিছবি - সংগৃহীত

দেশের মধ্যে NIRF-র তালিকায় দেশের মধ্যে পঞ্চম স্থানে রয়েছে বানারস হিন্দু ইউনিভার্সিটি। পয়েন্ট সংগ্রহ করেছে ৬৬.০৫।

দিল্লি বিশ্ববিদ্যালয়
দিল্লি বিশ্ববিদ্যালয়ছবি সংগৃহীত

৬৫.৯০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে দিল্লি বিশ্ববিদ্যালয়। দেশের অন্যতম সেরা বিশ্ব বিদ্যালয় এটি।

অমৃতা বিশ্ব বিদ্যাপীঠম
অমৃতা বিশ্ব বিদ্যাপীঠমছবি - সংগৃহীত

সপ্তম স্থানে রয়েছে তামিলনাড়ুর অমৃতা বিশ্ব বিদ্যাপীঠম। পয়েন্ট ৬৫.৭৩।

আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়
আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ছবি - সংগৃহীত

৬৫.৫৭ পয়েন্ট নিয়ে উত্তরপ্রদেশের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় রয়েছে অষ্টম স্থানে।

যাদবপুর বিশ্ববিদ্যালয়
যাদবপুর বিশ্ববিদ্যালয়ছবি - সংগৃহীত

নবম স্থানে রয়েছে কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়। দেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় এটি। যার পয়েন্ট ৬৫.৩৯।

ভেলোর ইনস্টিটিউট অফ টেকনোলোজি
ভেলোর ইনস্টিটিউট অফ টেকনোলোজিছবি - সংগৃহীত

দশম স্থানে রয়েছে তামিলনাড়ুর ভেলোর ইনস্টিটিউট অফ টেকনোলোজি। পয়েন্ট ৬৪.৭৯।

একনজরে দেশের সেরা ১০ বিশ্ববিদ্যালয়, যেখানে ভর্তি হওয়ার জন্য মুখিয়ে থাকেন পড়ুয়ারা
মনমোহন সিং থেকে রতন টাটা, সীতারাম ইয়েচুরি থেকে জাকির হোসেন... ২০২৪-এ আমরা যে প্রথিতযশাদের হারালাম

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in