২০২৪ শেষ হয়ে শুরু হয়েছে ২০২৫ সাল। বছরের শুরুতেই বিভিন্ন বোর্ডের পরীক্ষা রয়েছে। পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নতুন বিশ্ববিদ্যালয়ের সন্ধান করবেন অনেকেই। একনজরে দেখে দিন NIRF-র তালিকায় স্থান পাওয়া দেশের শীর্ষ ১০ বিশ্ববিদ্যালয়।
চলতি বছরের আগস্ট মাসেই দেশের সেরা ১০ বিশ্ব বিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে ন্যাশনাল ইনস্টিটিউট র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক (NIRF)। যে তালিকায় দেশের বিভিন্ন রাজ্যের বিশ্ববিদ্যালয় রয়েছে।
এই তালিকায় প্রথম স্থানে রয়েছে বেঙ্গালুরুর আইআইএসসি। পয়েন্ট পেয়েছে ৮৩.২৯।
দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের পয়েন্ট ৬৯.৮০। দেশের বহু পড়ুয়া এই বিশ্ব বিদ্যালয়ে সুযোগ পাওয়ার জন্য মুখিয়ে রয়েছেন।
তৃতীয় স্থানে রয়েছে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়। পয়েন্ট পেয়েছে ৬৮.১১।
৬৭.১৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থান দখল করেছে মনিপালের মনিপাল অ্যাকাডেমি অফ হাইয়ার এডুকেশন।
দেশের মধ্যে NIRF-র তালিকায় দেশের মধ্যে পঞ্চম স্থানে রয়েছে বানারস হিন্দু ইউনিভার্সিটি। পয়েন্ট সংগ্রহ করেছে ৬৬.০৫।
৬৫.৯০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে দিল্লি বিশ্ববিদ্যালয়। দেশের অন্যতম সেরা বিশ্ব বিদ্যালয় এটি।
সপ্তম স্থানে রয়েছে তামিলনাড়ুর অমৃতা বিশ্ব বিদ্যাপীঠম। পয়েন্ট ৬৫.৭৩।
৬৫.৫৭ পয়েন্ট নিয়ে উত্তরপ্রদেশের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় রয়েছে অষ্টম স্থানে।
নবম স্থানে রয়েছে কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়। দেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় এটি। যার পয়েন্ট ৬৫.৩৯।
দশম স্থানে রয়েছে তামিলনাড়ুর ভেলোর ইনস্টিটিউট অফ টেকনোলোজি। পয়েন্ট ৬৪.৭৯।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন