Padma Awards 2022: এবছর পদ্ম-সম্মান ১৩০ জনকে, দেখুন পুরো তালিকা
ভারতের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মবিভূষণ পাচ্ছেন গত বছর হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত দেশের প্রথম 'চিফ অফ ডিফেন্স' জেনারেল বিপিন রাওয়াত। এছাড়াও গত বছর প্রয়াত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কল্যাণ সিংকেও পদ্মবিভূষণ সম্মান প্রদান করা হচ্ছে।
মঙ্গলবার ৭৩তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে পদ্ম পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এই বছর পদ্ম পুরস্কার পাচ্ছেন মোট ১৩০ জন। ১২৮ জন ব্যক্তিগতভাবে এবং ২ জন যৌথ ভাবে। পদ্মবিভূষণ সম্মান পাচ্ছেন চার জন। পদ্মভূষণ পাচ্ছেন ১৭ জন। পদ্মশ্রী সম্মান প্রাপক হিসেবে ১০৭ জনের নাম ঘোষণা করা হয়েছে।
জেনারেল বিপিন রাওয়াত এবং কল্যাণ সিং ছাড়াও বাকি যে দু'জন পদ্মবিভূষণ সম্মান পাচ্ছেন তাঁরা হলেন - প্রভা আট্রে, শিল্পকলায় অবদানের জন্য এবং রাধেশ্যাম খেমকা (মরণোত্তর), সাহিত্য ও শিক্ষায় অবদানের জন্য।
পদ্মভূষণ প্রাপকদের মধ্যে রয়েছে কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ, সিপিআইএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্য, ভারত বায়োটেকের কৃষ্ণ এল্লা এবং সুচিত্রা এল্লা (যৌথ ভাবে), সেরাম ইন্সটিটিউটের সাইরাস পুনাওয়ালা, মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা, গুগলের সিইও সুন্দর পিচাই, অভিনেতা ভিক্টর ব্যানার্জি, প্যারালিম্পিয়ান দেবেন্দ্র ঝাঝারিয়া।
উল্লেখ্য, কেন্দ্র সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তীব্র সমালোচনাকারী প্রবীণ সিপিআইএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্য তাঁর পদ্মভূষণ সম্মান প্রত্যাখান করেছেন।
পদ্মশ্রী পুরস্কার দেওয়া হচ্ছে সঙ্গীত শিল্পী সোনু নিগম, টোকিও অলিম্পিক্সে সোনাজয়ী নীরজ চোপড়া, সিএএ-বিরোধী আন্দোলনের সময় পড়ুয়াদের পাশে থাকা জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাধ্যক্ষ নাজমা আখতার, হকি প্লেয়ার বন্দনা কাটারিয়া, প্যারালিম্পিয়ান অবনী লেখারাকে।
এবছরও ভারতরত্ন পুরস্কারের জন্য কোনো নাম ঘোষণা করা হয়নি। ২০১৯ সালে শেষবার দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন দেওয়া হয়েছিল। পেয়েছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, সঙ্গীতশিল্পী ভূপেন হাজারিকা এবং সমাজকর্মী নানাজি দেশমুখ।
SUPPORT PEOPLE'S REPORTER
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

