YouTube: কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন - ভারতে ১.৭ মিলিয়ন ভিডিয়ো সরালো ইউটিউব

কমিউনিটি গাইডলাইন এনফোর্সমেন্ট রিপোর্ট অনুসারে, এই ভিডিওগুলির মধ্যে ৯৪ শতাংশেরও বেশি মানুষের পরিবর্তে মেশিন দিয়ে শনাক্ত করা হয়েছিল।
ছবি প্রতীকী
ছবি প্রতীকী ফাইল ছবি সংগৃহীত
Published on

Google-এর মালিকানাধীন ইউটিউব মঙ্গলবার তাদের ত্রৈমাসিক রিপোর্টে জানিয়েছে, কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের জন্য সাম্প্রতিক সময়ে ভারতে ১.৭ মিলিয়নেরও বেশি ভিডিও সরিয়ে দেওয়া হয়েছে।

একই সময়ে, স্ট্রিমিং প্ল্যাটফর্মটি তার কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের জন্য বিশ্বব্যাপী ৫.৬ মিলিয়ন ভিডিও সরিয়ে দিয়েছে।

কমিউনিটি গাইডলাইন এনফোর্সমেন্ট রিপোর্ট অনুসারে, এই ভিডিওগুলির মধ্যে ৯৪ শতাংশেরও বেশি মানুষের পরিবর্তে মেশিন দিয়ে শনাক্ত করা হয়েছিল।

মেশিন দ্বারা শনাক্ত করা ভিডিওগুলির মধ্যে, ৩৬ শতাংশ ভিডিও কেউ দেখার আগেই সরানো হয়েছিল এবং ৩১ শতাংশ ভিডিও সরিয়ে নেবার আগে আগে ১ থেকে ১০ বার দেখা হয়েছিল৷

ইউটিউবের ৬৭ শতাংশেরও বেশি লঙ্ঘনমূলক ভিডিও ১০ টিরও বেশি ভিউ পাওয়ার আগে সরিয়ে দেওয়া হয়েছে।

এছাড়াও, ইউটিউব তাদের কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের জন্য ২০২২ সালের ৩ ত্রৈমাসিকে ৫ মিলিয়নেরও বেশি চ্যানেল সরিয়ে দিয়েছে।

এ চ্যানেলগুলির বেশিরভাগই কোম্পানির স্প্যাম নীতি লঙ্ঘনের জন্য বন্ধ করা হয়েছে। যার মধ্যে বিভ্রান্তিকর মেটাডেটা বা থাম্বনেল, স্ক্যাম, ভিডিও এবং মন্তব্য স্প্যাম রয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মটি ২০২২ সালের তৃতীয় ত্রৈমাসিকে ৭২৮ মিলিয়নেরও বেশি মন্তব্য সরিয়ে দিয়েছে, যার বেশিরভাগই স্প্যাম ছিল।

এর মধ্যে ৯৯ শতাংশের বেশি সরানো মন্তব্য স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করা হয়েছে বলে ওই প্রতিবেদনে যোগ করা হয়েছে।

YouTube-এর কমিউনিটি গাইডলাইনস রয়েছে, যার মাধ্যমে YouTube-এ কী অনুমোদিত এবং কী অনুমোদিত নয় তা জানিয়ে দেওয়া হয়। কোম্পানি মেশিন দিয়ে এবং মানব পর্যালোচকদের সমন্বয় ঘটিয়ে তাদের নীতিগুলি প্রয়োগ করে।

ছবি প্রতীকী
Meta: সেপ্টেম্বর মাসে ভারতে ফেসবুক ইন্সটা থেকে ৩৩.৭ মিলিয়ন আপত্তিকর বিষয়বস্তু সরিয়েছে মেটা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in