ছবি প্রতীকী
ছবি প্রতীকীফাইল ছবি সংগৃহীত

WhatsApp: আগস্ট মাসে ভারতে ৭৪ লক্ষ অ্যাকাউন্ট নিষিদ্ধ করলো হোয়াটস অ্যাপ

People's Reporter: নিষিদ্ধ ৭৪ লক্ষ অ্যাকাউন্টের মধ্যে ৩৫ লক্ষ অ্যাকাউন্ট স্বতঃপ্রণোদিতভাবে বন্ধ করেছে মেটা। এই ৩৫ লক্ষ অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবহারকারীদের পক্ষ থেকে কোনও অভিযোগ করা হয়নি।

ভারতে ৭৪ লক্ষ অ্যাকাউন্ট নিষিদ্ধ করলো মেটার মালিকানাধীন হোয়াটস অ্যাপ। আগস্ট মাসে মেটার পক্ষ থেকে ভারতের তথ্য প্রযুক্তি বিধি মেনে এই বিরাট সংখ্যক অ্যাকাউন্টের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ১ অক্টোবর মেটার পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে একথা জানানো হয়েছে।

জানা গেছে নিষিদ্ধ ৭৪ লক্ষ অ্যাকাউন্টের মধ্যে ৩৫ লক্ষ অ্যাকাউন্ট স্বতঃপ্রণোদিতভাবে বন্ধ করেছে মেটা। এই ৩৫ লক্ষ অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবহারকারীদের পক্ষ থেকে কোনও অভিযোগ করা হয়নি।

এক বিবৃতিতে মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, ১ আগস্ট থেকে ৩১ আগস্টের মধ্যে ৭৪,২০,৭৪৮ হোয়াটস অ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে। যার মধ্যে কোনও অভিযোগ আসার আগেই স্বতঃপ্রণোদিতভাবে ৩৫,০৬,৯০৫টি অ্যাকাউন্টকে নিষিদ্ধ করা হয়েছে। উল্লেখ্য হোয়াটস অ্যাপে ভারতীয় নাম্বার চিহ্নিত করা হয় +৯১ দিয়ে।

মেটার পক্ষ থেকে ‘ইউজার সেফটি রিপোর্ট’-এ এই সময় কী কী অভিযোগ জমা পড়েছে এবং সেই সেই অভিযোগের ভিত্তিতে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা বিস্তারিতভাবে জানানো হয়েছে। তাছাড়াও হোয়াটস অ্যাপ প্ল্যাটফর্ম-এর অপব্যবহার আটকাতে মেটা স্বতঃপ্রণোদিতভাবে কী কী ব্যবস্থা গ্রহণ করেছে তাও জানানো হয়েছে।

- with Agency Inputs

ছবি প্রতীকী
মিডিয়ার সাথে কথা বলা যাবে না, অন্যথায় শাস্তিমূলক পদক্ষেপ! কর্মীদের জন্য নয়া পলিসি চালু Byju’sর
ছবি প্রতীকী
Lay Off: আমেরিকায় বাড়ছে বেকারত্ব! ফের কয়েকশো কর্মী ছাঁটাই করলো গুগল প্যারেন্ট অ্যালফাবেট

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in