

টেসলার সিইও এলন মাস্ক শনিবার বলেছেন যে তার রকেট কোম্পানি স্পেসএক্স (SpaceX) -র স্যাটেলাইট ইন্টারনেট বিভাগ ‘স্টারলিংক’ রাশিয়ান সংবাদ সংস্থাগুলোকে ব্লক করবে না। টুইটারে মাস্ক লিখেছেন, বন্দুকের মুখোমুখি না হওয়া পর্যন্ত আমরা তা করব না।
ট্যুইটারে তিনি লিখেছেন – “স্টারলিংককে কিছু সরকার (ইউক্রেন নয়) রাশিয়ান সংবাদমাধ্যমের উত্সগুলিকে ব্লক করার জন্য বলেছে। কিন্তু বন্দুকের মুখোমুখি না হওয়া পর্যন্ত আমরা তা করব না।” তাঁর কথায়, বাক-স্বাধীনতায় আঘাত মেনে নেওয়া যায় ন।
ইতিমধ্যে, অ্যাপল, গুগল, মাইক্রোসফট, ট্যুইটার, ইউটিউব, মেটা এবং অন্যান্য বেশ কয়েকটি প্রযুক্তি প্ল্যাটফর্ম ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পরিপ্রেক্ষিতে রাশিয়ার সরকার নিয়ন্ত্রিত সংবাদসংস্থা আরটি (RT) এবং স্পুটনিককে নিষিদ্ধ করেছে।
শুক্রবার এলন মাস্ক ইউক্রেনীয়দের সতর্ক করে দিয়েছিলেন যে স্টারলিংক স্যাটেলাইট সিস্টেমটি সতর্কতার সাথে ব্যবহার করতে। কারণ তাঁর বাণিজ্যিক ইন্টারনেট নেটওয়ার্ক রাশিয়ানদের দ্বারা লক্ষ্যবস্তু হতে পারে এবং পুরো সিস্টেমেই ‘সাইবার অ্যাটাক’ হতে পারে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন