Lunar Eclipse: গাঢ় রক্তবর্ণ হয়ে উঠবে চাঁদ! কোথায়, কীভাবে দেখা মিলবে 'ব্লাডমুন'-এর?

People's Reporter: আগামী ৭-৮ সেপ্টেম্বর পূর্ণগ্রাস চন্দ্রগহণ। তা চলবে দীর্ঘ সময়। সাম্প্রতিক সময়ে এত ক্ষণ ধরে চন্দ্রগ্রহণ দেখা যায়নি। এই গ্রহণ প্রায় গোটা দেশ থেকেই দেখা সম্ভব।
প্রতীকী ছবি
প্রতীকী ছবিছবি - সংগৃহীত
Published on

এবার আকাশে দেখা মিলবে লাল রঙের চাঁদের। রবিবারই এমন এক মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে চলেছেন বিশ্ববাসী। বিজ্ঞানীরা জানাচ্ছেন, রাতের আকাশ পরিস্কার থাকলে ভারতের আকাশেও দেখা মিলবে এই লাল রঙের চাঁদের। যার পোশাকি নাম রাখা হয়েছে 'ব্লাডমুন'।

আগামী ৭-৮ সেপ্টেম্বর পূর্ণগ্রাস চন্দ্রগহণ। তা চলবে দীর্ঘ সময়। সাম্প্রতিক সময়ে এত ক্ষণ ধরে চন্দ্রগ্রহণ দেখা যায়নি। পৃথিবীর আহ্নিক গতি-বার্ষিক গতির জেরে নির্দিষ্ট সময় অন্তর অন্তর এই ঘটনা হয়। তবে তার জেরে চাঁদের রূপ গাঢ় রক্তবর্ণ হয়ে ওঠা বিরল ঘটনা।

কেন হয় রক্তচন্দ্র?

চাঁদের নিজস্ব আলো নেই। তার উপর সূর্যের আলো পড়ে। তার পরেই তাকে দেখা যায়। চন্দ্রগ্রহণের সময় সূর্যের আলো পৃথিবীর বায়ুমণ্ডল ঘুরে চাঁদে পৌঁছায়। নীল রঙের আলো বায়ুমণ্ডলে ছিটকে যায়, কিন্তু লাল রঙের তরঙ্গ কম পরিমাণে প্রতিসরিত হয় এবং তা চাঁদের দিকে পৌঁছে যায়। তাই পূর্ণগ্রহণের সময় চাঁদ রক্তিম রূপ ধারণ করে। এই কারণেই তাকে বলা হয় ‘ব্লাডমুন’। আংশিক গ্রহণের সময় চাঁদ হয়ে ওঠে তুলনামূলক ফ্যাকাশে। 

ভারতের কোথায় দেখা যাবে?

বিজ্ঞানীরা জানিয়েছে, এই গ্রহণ প্রায় গোটা দেশ থেকেই দেখা সম্ভব।

উত্তর ভারত: দিল্লি, চণ্ডীগড়, লখনউ, জয়পুর

পশ্চিম ভারত: মুম্বই, আহমেদাবাদ, পুনে

পূর্ব ভারত: কলকাতা, ভুবনেশ্বর, গৌহাটি

দক্ষিণ ভারত: চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, কোচি

মধ্য ভারত: ভোপাল, নাগপুর, রায়পুর

ভারত ছাড়াও গোটা এশিয়া অস্ট্রেলিয়া, আফ্রিকা থেকে দেখা যাবে এই চন্দ্রগ্রহণ।

রাতের আকাশ পরিস্কার থাকলে খোলা জায়গা, যেমন ছাদ, পার্ক, মাঠ কিংবা শহরের বাইরে আলোকদূষণমুক্ত স্থানে গেলে আরও পরিষ্কারভাবে দেখা যাবে এই দৃশ্য।

সময়সূচি (ভারতীয় সময় অনুযায়ী)

গ্রহণ শুরু: রাত ৮:৫৮ মিনিট (৭ সেপ্টেম্বর)

পূর্ণগ্রাস পর্যায় / ব্লাড মুন: রাত ১১টা-১২টা ২২ মিনিট পর্যন্ত (৮২ মিনিট)। ভারত থেকে চাঁদকে সবচেয়ে বেশি লাল দেখাবে রবিবার রাত ১১টা ৪২ মিনিট নাগাদ।

গ্রহণ শেষ: রাত ২:২৫ মিনিট (৮ সেপ্টেম্বর)

কীভাবে দেখবেন?

চন্দ্রগ্রহণ দেখার জন্য কোনও বিশেষ যন্ত্র বা চোখের সুরক্ষার প্রয়োজন নেই। খালি চোখেই নিরাপদে দেখা যাবে। দূরবীন বা টেলিস্কোপ ব্যবহার করলে চাঁদের গর্ত ও লাল আভা আরও স্পষ্ট দেখা যাবে। ছবি তুলতে চাইলে স্মার্টফোন বা DSLR ট্রাইপডে রেখে লং এক্সপোজারে তোলা যায়।

প্রতীকী ছবি
ISRO: চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি! ৪০ তলা উঁচু রকেট তৈরি করছে ইসরো

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in