বিশ্বে প্রায় ৫০ কোটি WhatsApp ব্যবহারকারীর তথ্য চুরি! ভারতে সংখ্যাটা কত জানেন?

ভারত সহ বিশ্বের ৮৪টি দেশের তথ্য চুরি হয়েছে। ভারতের ৬১ লক্ষ ৬২ হাজার ৪৫০ জন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর নথি ও ফোন নম্বর চুরি গেছে বলেই অনুমান করা হচ্ছে।
ছবি প্রতীকী
ছবি প্রতীকীছবি- সংগৃহীত
Published on

ভারত সহ বিশ্বের ৮৪টি দেশের প্রায় ৫০ কোটি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর তথ্য চুরি যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। মেটা ঠিক কতটা সুরক্ষিত তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

আন্তর্জাতিক একটি সংবাদমাধ্যম সূত্রে খবর, বিশ্বের ৪৮ কোটি ৭০ লক্ষ অ্যাপ ব্যবহারকারীর ফোন নম্বর চুরি হয়েছে। ওই নম্বরগুলি একটি হ্যাকার সংস্থার কাছে বিক্রিও করা হয়েছে বলে জানা যাচ্ছে। ৮৪টি দেশের তালিকা প্রকাশ করা হয়েছে।

তালিকায় মিশরের ৪ কোটি ৪৮ লক্ষ ২৩ হাজার ৫৪৭ জন, ইতালির ৩ কোটি ৫৬ লক্ষ ৭৭ হাজার ৩২৩ জন, মার্কিন যুক্তরাষ্ট্রের ৩ কোটি ২৩ লক্ষ ১৫ হাজার ২৮২ জন, সৌদি আরবের ২ কোটি ৮৮ লক্ষ ৪ হাজার ৬৮৬ জন, ফ্রান্সের ১ কোটি ৯৮ লক্ষ ৪৮ হাজার ৫৫৯ জন, রাশিয়ার ৯৯ লক্ষ ৯৬ হাজার ৪০৫ জন ও ভারতের ৬১ লক্ষ ৬২ হাজার ৪৫০ জন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর নথি ও ফোন নম্বর চুরি গেছে বলে উল্লেখ করা হয়েছে। এছাড়াও সার্বিয়া, কোস্টারিকা, সাইপ্রাস, আফগানিস্তান, ব্রাজিল, পেরু, চিলি, জার্মানি, সুদান, নাইজেরিয়া, স্পেন সহ অন্যান্য দেশের নামও রয়েছে এই তালিকায়।

গ্রাহকদের ফোন নম্বরগুলি টাকার বিনিময়ে বিক্রি করা হচ্ছে বলে দাবি করা হয়েছে প্রতিবেদনে। মার্কিন যুক্তরাষ্ট্রের ডাটাবেস বিক্রি হয়েছে ৭০০০ মার্কিন ডলারের বিনিময়ে। যুক্তরাজ্যের গ্রাহকদের তথ্য বিক্রি হয়েছে ২৫০০ ডলার ও জার্মানির বিক্রি হয়েছে ২০০০ ডলারের বিনিময়ে। তবে ঠিক কী কারণে এই ফোন নম্বর বিক্রি করা হচ্ছে তা এখনও স্পষ্ট নয়।

তবে এটাই প্রথম নয়। এর আগেও গ্রাহকের তথ্য সুরক্ষিত রাখা নিয়ে প্রশ্নের মুখে পড়েছিল মেটা। গত বছর বিশ্বের ১০০টি দেশের ৫০ কোটিরও ফেসবুক ব্যবহারকারীর তথ্য অনলাইনে ফাঁস হয়েছিল। যার মধ্যে ভারতেরই ছিল ৬০ লক্ষেরও বেশি গ্রাহক।

ছবি প্রতীকী
মন্দা আকাশছোঁয়া, এবার গণছাঁটাইয়ের পথে বিশ্বমানের কম্পিউটার নির্মাণ সংস্থা

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in