

মোষের ধাক্কায় খুলে গেল বন্দে ভারত এক্সপ্রেসের সামনের অংশ। ঘটনাটি ঘটেছে গুজরাটের ভাটবা ও মণিনগর স্টেশনের মাঝখানে। এই ঘটনা সামনে আসতেই ট্রেনে ব্যবহৃত সরঞ্জামের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
ভারত সরকারের অন্যতম একটি স্বপ্নের প্রকল্প হল বন্দে ভারত এক্সপ্রেস। আর সেই এক্সপ্রেসের এমন দুর্বল অবস্থা! ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকাল ১১টা ৪৫ নাগাদ। বন্দে ভারত এক্সপ্রেসের বেহাল ছবি কার্যত এখন ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে ট্রেনের সামনের একটি অংশ খুলে গেছে।
রেললাইনের মাঝে একপাল মোষ আসায় ট্রেনের সাথে সংঘর্ষ হয়। যার জেরে ইঞ্জিনই বিকল হয়ে যায় ট্রেনের। তবে বড়সড় কোনও ক্ষতি হয়নি বলে জানা যাচ্ছে। ট্রেনের সামনের অংশটি ফাইবারের তৈরি। সেই জন্যই ধাক্কা লাগায় সাথে সাথে খুলে যায়। ১০ মিনিটের মধ্যে পরিষেবা ঠিক হয়ে যায়। এই প্রসঙ্গে বলে রাখা ভালো গত ৩০ সেপ্টেম্বর থেকে গান্ধীনগর ক্যাপিটাল ও মুম্বাই সেন্ট্রালের মধ্যে বন্দে ভারত এক্সপ্রেসের পথ চলা শুরু হয়।
উল্লেখ্য, ২০১৯ সালে এই ‘বন্দে ভারত এক্সপ্রেসের’ পরিষেবা শুরু হয়। এই ট্রেনগুলির বিশেষত্ব হল এর সিট গুলো প্রয়োজন মতো ঘোরানো যায়। এটি ঘন্টায় ২০০ কিমি বেগে ছুটতে পারলেও ভারতে তা ছোটে ঘন্টায় ১২০-১৩০কিমি বেগে। কেন্দ্রীয় রেলমন্ত্রক সূত্রে খবর ২০২৬ সালের মধ্যে তৈরি হয়ে যাবে আরও ৪০০ টি বন্দে ভারত এক্সপ্রেস।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন