
কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI)-কে নজরে রেখে প্রায় ১২,০০০ কর্মী ছাঁটাই করতে চলেছে ভারতের বৃহত্তম আইটি পরিষেবা প্রদানকারী টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS)। এই বিপুল ছাঁটাই নিয়ে সর্বত্র তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। আর এই আবহে প্রকাশ্যে এসেছে টিসিএস-এর সিইও কে কৃত্তিবাসনের বেতন। যা নিয়ে সমাজ মাধ্যমে শুরু হয়েছে সমালোচনা।
এক সময় সরকারি চাকরির মতো নিরাপদ আশ্রয় ছিল টিসিএস। কিন্তু ২০২৫-২৬ অর্থবর্ষে প্রাথমিকভাবে সংস্থার ২ শতাংশ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে টিসিএস। আন্তর্জাতিক এক সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, এই ছাঁটাইয়ের মূল লক্ষ্য হল টিসিএস-এর অভ্যন্তরীণ কাঠামোকে নতুন প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-ভিত্তিক পরিষেবার সঙ্গে খাপ খাওয়ানো। সংস্থার দাবি, এর জন্য কর্মীদের পুনঃপ্রশিক্ষণ এবং পুনর্নির্মাণের কাজ চলছে। যা নিয়ে শুরু হয়েছে চর্চা।
আর এই আবহে প্রকাশ্যে এল টিসিএস-এর সিইও কে কৃত্তিবাসনের বেতন। সিএনবিসির একটি প্রতিবেদন অনুসারে, কৃত্তিবাসন ২০২৫-২৬ অর্থবর্ষে পেয়েছেন ২৬.৫২ কোটি টাকা। যার মধ্যে মূল বেতন ১.৩৯ কোটি, সুবিধা ও ভাতা বাবদ ২.১২ কোটি টাকা এবং কমিশন হিসেবে ২৩ কোটি টাকা। একদিকে সংস্থার ব্যয় সংকোচনের জন্য বিপুল সংখ্যক কর্মী ছাঁটাই, অন্যদিকে সিইও-র বিপুল বেতন - এই দুইয়ের মধ্যে বিশাল ব্যবধান কর্পোরেট জগৎ নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।
ছাঁটাই প্রসঙ্গে কোম্পানির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও প্রধান মানবসম্পদ কর্মকর্তা (CHRO) মিলিন্দ লাক্কাড় জানান, পরিবর্তিত প্রযুক্তির চাহিদার সঙ্গে তাল মিলিয়ে গ্রাহকদের কাছে প্রাসঙ্গিক থাকতে আমাদের ব্যবসায় উল্লেখযোগ্য বিনিয়োগ জরুরি।
CEO কে কৃত্তিবাসন জানান, বর্তমান বাজারে ব্যয় সংক্রান্ত চাপ অব্যাহত থাকলেও, প্রযুক্তি রূপান্তর ও দক্ষতা বৃদ্ধির প্রতি আগ্রহী সংস্থাগুলোর মধ্যে টিসিএস এখনও শক্তিশালী অবস্থানে রয়েছে।
তবে ছাঁটাইয়ের আগে কর্মীদের নোটিশ পিরিয়ডে রাখা হবে। যাতে তাঁদের অব্যাহত বেতন, ছাঁটাই প্যাকেজ, বর্ধিত স্বাস্থ্য কভার এবং নতুন চাকরি খুজে পেতে সহায়তা হয়। সংস্থাটি জানিয়েছে, তারা ব্যবসায়িক ধারাবাহিকতা এবং ক্লায়েন্ট পরিষেবার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।
তবে শুধু টিসিএস নয়, ভারতে বহু আইটি সংস্থাই কর্মী নিয়োগ এবং পুনর্মূল্যায়ন কমিয়ে আনছে। দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, দেশের শীর্ষে থাকা ৬টি আইটি সংস্থা ২০২৫ সালের এপ্রিল থেকে জুন এই তিন মাসে মাত্র ৩,৮৪৭ জন কর্মী নিয়োগ করেছে। যা আগের ত্রৈমাসিক থেকে ৭০ শতাংশেরও বেশি হ্রাস।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন