Solar Eclipse: ২৬ বছর পর ফের কালীপুজোর পরদিন সূর্যগ্রহণ ভারতে, জানুন কলকাতায় কখন দেখা যাবে

ভারত ছাড়াও মধ্যপ্রাচ্য, ইউরোপ, পশ্চিম এশিয়া, পশ্চিম চীনের বেশকিছু অংশে এই গ্রহণ দেখা যাবে। প্রথম শুরু হবে আইসল্যান্ডে। ভারতীয় সময়ে দুপুর ২.২৯মিনিট।
সূর্য গ্রহণ
সূর্য গ্রহণপ্রতীকী ছবি

ইতিহাসের পুনরাবৃত্তি! ২৬ বছর পর আবার কালীপুজোর পরের দিন সূর্যগ্রহণের সাক্ষী থাকবেন ভারতবাসী। ১৯৯৫ সালের ২৭ অক্টোবর, কালীপুজোর পরের দিন পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখেছিল ভারত। তবে এবার আংশিক সূর্যগ্রহণ হবে ভারতে। কলকাতায় দেখা যাবে বিকেল ৪টে ৫২ মিনিটে। মাত্র ১১-১২ মিনিট এই দৃশ্য উপভোগ করতে পারবেন শহরবাসী। যদিও সিত্রাং-এর প্রভাবে পশ্চিমবঙ্গবাসী এই দৃশ্য উপভোগ করতে পারবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে।

আগামীকাল সূর্যগ্রহণ। শুধু ভারতেই নয়, মধ্যপ্রাচ্য, ইউরোপ, পশ্চিম এশিয়া, পশ্চিম চীনের বেশকিছু অংশে এই গ্রহণ দেখা যাবে। প্রথম শুরু হবে আইসল্যান্ডে, ভারতীয় সময়ে দুপুর ২.২৯মিনিতে। কেন্দ্রীয় সরকারি সংস্থা পজিশন্যাল অ্যাস্ট্রোনমি সেন্টার (পিএসি)-এর অধিকর্তা সঞ্জীব সেন জানান, দিল্লিতে গ্রহণ শুরু হবে ৪টে ২৯মিনিটে। চলবে প্রায় ১.৫ ঘন্টা। ভারতের বেশীরভাগ রাজ্য থেকেই এই গ্রহণ দৃশ্যমান হবে। কলকাতায় দেখা যাবে বিকেল ৪টে ৫২ মিনিটে। সূর্যাস্ত হবে বিকেল ৫টা ৪ মিনিটে। অর্থাৎ ১২ মিনিট গ্রহণ দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতাবাসীর। ২০২৭ সালের ২ অগাস্ট ফের আংশিক সূর্যগ্রহণ হবে ভারতে।

পজিশন্যাল অ্যাস্ট্রোনমি সেন্টার সূত্রে খবর, দিল্লি এবং মুম্বাইতে যথাক্রমে ১ ঘণ্টা ১৩ মিনিট এবং ১ ঘণ্টা ১৯ মিনিট গ্রহণ দেখা যাবে। তবে আন্দামান সহ উত্তর ভারতে দেখা যাবে না গ্রহণ। তবে কলকাতাবাসী এই গ্রহণ কতটা উপভোগ করতে পারবে তা নিয়ে প্রশ্ন উঠছে। কারণ সিত্রাং-এর প্রভাব ইতিমধ্যেই শুরু হয়ে গেছে কলকাতা সহ রাজ্য জুড়ে। শহর সহ দক্ষিণবঙ্গে সকাল থেকেই শুরু হয়েছে ঝিরিঝিরি বৃষ্টি, সাথে ঝড়ো হওয়া। আগামীকাল বৃষ্টির বেগ বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস পেয়ে তৎপর হয়েছে নবান্ন। কালীপুজোর জন্য দেওয়া ছুটিও বাতিল হয়েছে নবান্নে কর্মরত কর্মীদের। উপকূলবর্তী এলাকায় মাইকিংও করা হচ্ছে।

সূর্য গ্রহণ
কালীপুজোতেও বৃষ্টি! ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'সিত্রাং', মঙ্গলবার আছড়ে পড়তে পারে বাংলায়
সূর্য গ্রহণ
Delhi: দীপাবলির আগেই দিল্লির বায়ুদূষণের মাত্রা উদ্বেগজনক, চিন্তায় প্রশাসন
সূর্য গ্রহণ
IND VS PAK: 'শুধু ক্রিকেট নয়, কোনো ক্ষেত্রেই ভারত কারোর কথা শুনবে না', মুখ খুললেন অনুরাগ ঠাকুর

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in