
চলতি বছরের দুর্গাপুজোয় বৃষ্টির পূর্বাভাস ছিল বহু আগে থেকেই। হয়েছেও তাই, তবে বৃষ্টি উপেক্ষা করেই উৎসবে মেতেছিল বাঙালিরা। কিন্তু এবার দুর্গাপুজোর মতই কি ভোগান্তি হতে চলেছে কালীপুজোতেও? আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ২৪ অক্টোবর দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে নিম্নচাপ। যা ক্রমশ শক্তি বাড়িয়ে পরিণত হবে ঘূর্ণিঝড়ে। এই নতুন ঘূর্ণিঝড়টির নাম সিত্রাং।
আবহাওয়া অফিস সূত্রের খবর, বৃহস্পতিবার আন্দামান উপকূলে তৈরী হয়েছে একটি নিম্নচাপ। ক্রমশ সেটির পশ্চিম এবং উত্তর-পশ্চিম অঞ্চলগুলির দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা বাড়ছে। যার ফলে, আগামী ২২ অক্টোবর (শনিবার) পূর্ব-মধ্য এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরী হতে পারে নিম্নচাপ।
আবহাওয়াবিদদের দাবি, আগামী ২৩ অক্টোবর (রবিবার) বঙ্গোপসাগরে তৈরী নিম্নচাপ ক্রমশই শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপে পরিণত হবে। এরপর তা ধেয়ে আসবে উত্তরের দিকে। যার জেরে কালিপুজোর দিন অর্থাৎ আগামী ২৪ অক্টোবর পশ্চিম-মধ্য এবং সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে এই গভীর নিম্নচাপ পরিণত হতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড়ে। যার ফলে আগামী সোমবার এবং মঙ্গলবার ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের তিন জেলায়।
ঘূর্ণিঝড় ক্রমেই উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হওয়ার ফলে আগামী ২৫ অক্টোবর, মঙ্গলবার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। যার প্রভাবে দক্ষিণ বঙ্গের তিন জেলা, দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কিছু অংশে ভারী বৃষ্টি হতে পারে। এমনটাই জানা গেছে আবহাওয়া দপ্তর সূত্রে।
আগামী ২৩ অক্টোবর (রবিবার) থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি, যে সব মৎস্যজীবী ইতিমধ্যেই সমুদ্রে গিয়েছেন, তাঁদের ২২ তারিখের মধ্যে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।
হাওয়াবিদদের মতে, চলতি সপ্তাহের শনিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও, শনিবারের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন