Weather Update: আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত! কালীপুজোয় ঘূর্ণিঝড় সহ বৃষ্টির ভ্রূকুটি

দক্ষিণ-পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে আসার পর নিম্নচাপটি ২২ অক্টোবর অর্থাৎ শনিবার গভীর নিম্নচাপে পরিণত হবে। পরে তা শক্তি বৃদ্ধি করে ঘূর্ণিঝড়ে পরিণত হবে।
কালীপুজোতে বৃষ্টির ভ্রূকুটি
কালীপুজোতে বৃষ্টির ভ্রূকুটিগ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

দুর্গাপুজোর পর এবার কালীপুজোতেও বৃষ্টির সম্ভাবনা। সাথে ঘূর্ণিঝড়ও হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। আন্দামান সাগরে তৈরি ঘূর্ণাবর্তের প্রভাবেই এমনটা হওয়ার সম্ভাবনা রয়েছে।  

গত সপ্তাহেই বাংলা থেকে বিদায় নিয়েছে বর্ষা। এবার পালা শীতের। রাতের দিকে হালকা ঠান্ডা অনুভূতও হচ্ছে গ্রাম ও শহরতলী এলাকাতে। তবে এরই মাঝে আবারও বৃষ্টি হওয়ার সম্ভাবনা জারি করল আলিপুর আবহাওয়া দফতর।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ঘূর্ণাবর্তের অভিমুখ পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে। দক্ষিণ-পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে আসার পর নিম্নচাপটি ২২ অক্টোবর অর্থাৎ শনিবার গভীর নিম্নচাপে পরিণত হবে। পরে তা শক্তি বৃদ্ধি করে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। পূর্বাভাস যদি ঠিক হয় তাহলে কালীপুজোর আগেই বৃষ্টি শুরু হতে পারে রাজ্যে।

এছাড়াও বলা হয়েছে, সাইক্লোন সিত্রাং-র প্রভাব তেমন ভাবে নাও পড়তে পারে, তবে উপকূলবর্তী এলাকা গুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। ২০ তারিখ অর্থাৎ আগামী বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ওই নিম্নচাপের ফলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের।

দক্ষিণবঙ্গ থেকে বর্ষা বিদায় নেওয়ার পর আগের থেকে কমেছে তাপমাত্রা। কলকাতাতেও প্রায় একই পরিস্থিতি। রাতের দিকে হালকা ঠান্ডা অনুভূত হচ্ছে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ এক ধাক্কায় কমেছে অনেকটাই। তার জেরে অস্বস্তিকর গরমে ভুগতে হচ্ছে না শহরবাসীকে। আজকের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

কালীপুজোতে বৃষ্টির ভ্রূকুটি
টেট উত্তীর্ণদের আন্দোলনে রাজনৈতিক উস্কানি! অভিযোগ প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পালের
কালীপুজোতে বৃষ্টির ভ্রূকুটি
Delhi: দীপাবলির আগেই দিল্লির বায়ুদূষণের মাত্রা উদ্বেগজনক, চিন্তায় প্রশাসন

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in