
২০২৫ সালের প্রথম সূর্যগ্রহণ আগামী ২৯ মার্চ, শনিবার। কিন্তু তা ভারত থেকে দৃশ্যমান হবে না। এর আগে বছরের প্রথম চন্দ্রগ্রহণ ছিল দোলের দিন, ১৪ মার্চ। যদিও সেটাও ভারত থেকে দেখা যায় নি।
বছরের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে খণ্ডগ্রাস। ভারতীয় সময় অনুযায়ী, শনিবার দুপুর ২টো ২০ মিনিট থেকে শুরু হবে গ্রহণ। শেষ হবে ৬টা ১৩ মিনিটে। গ্রহণ চূড়ান্ত পর্বে পৌঁছাবে বিকেল ৪টে ১৭ মিনিটে। তবে এটা ভারত থেকে দেখা যাবে না। আমেরিকা, আফ্রিকা, ইউরোপ, এবং রাশিয়ার উত্তর অঞ্চল থেকে এই গ্রহণ দেখতে পাওয়া যাবে।
এছাড়া চলতি বছর আরও দুটি গ্রহণ হওয়ার কথা রয়েছে। যার মধ্যে একটি চন্দ্রগ্রহণ, যেটি হবে ৭ সেপ্টেম্বর এবং অন্যটি সূর্যগ্রহণ, যেটি হবে ২১ সেপ্টেম্বর। এই সূর্যগ্রহণটি হতে চলেছে বলয়গ্রাস।
প্রসঙ্গত উল্লেখ্য, সূর্য, চাঁদ এবং পৃথিবী যখন একই সরলরেখায় চলে আসে, চাঁদ তখন সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে বাঁধা দেয়, তখনই হয় সূর্যগ্রহণ। পৃথিবী থেকে দেখা যায়না সূর্যকে। যদি আলো সম্পূর্ণ বাধাপ্রাপ্ত হয়, তাহলে সেটা পূর্ণগ্রাস, অন্যথায় আংশিক সূর্যগ্রহণ।
সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ ছাড়াও চলতি বছর শুরু থেকে মহাজাগতিক নানা বিস্ময় অপেক্ষা করছে মহাকাশপ্রেমীদের জন্য। উল্কাবৃষ্টি থেকে শুক্র-শনির সহাবস্থানের মতো নানা দৃশ্যের সাক্ষী হয়েছেন তাঁরা। যদিও এর মধ্যে অন্যতম গ্রহণ। কিন্তু সেটা দেখতে পাবেন না ভারতবাসীরা। কারণ প্রথমটির মতো দ্বিতীয়টিও ভারতবর্ষে দৃশ্যত নয়। তবে অনলাইন সম্প্রচারের মাধ্যমে উপভোগ করা যাবে গ্রহণ।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন