৮১.৫ কোটি ভারতীয়র গোপন তথ্য ঘুরছে ডার্ক ওয়েবে, দেশের ইতিহাসের সবচেয়ে বড় ‘ডেটা লিক’!

People's Reporter: প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কোভিড-১৯'র সময় দেশবাসীর যে তথ্য সংগ্রহ করেছিল ICMR, সেখান থেকেই সমস্ত তথ্য হাতানো হয়েছে।
৮১.৫ কোটি ভারতীয়র গোপন তথ্য ঘুরছে ডার্ক ওয়েবে, দেশের ইতিহাসের সবচেয়ে বড় ‘ডেটা লিক’!
প্রতীকী ছবি

সম্ভবত ভারতের ইতিহাসে সবচেয়ে বড় তথ্য লঙ্ঘন। প্রায় ৮১.৫ কোটি ভারতবাসীর অত্যন্ত গোপনীয় তথ্য ফাঁস হয়ে গিয়েছে ডার্ক ওয়েব দুনিয়ায়। নাম, ফোন নম্বর, ঠিকানা থেকে শুরু করে আধার কার্ড ও পাসপোর্টের তথ্য পর্যন্ত ‘চুরি’ হয়েছে। সম্প্রতি এমন দাবি করেছে রিসিকিউরিটি হান্টার ইউনিট নামে এক মার্কিন তথ্য নিরাপত্তা বিষয়ক সংস্থা।

‘pwn00001’ নামক এক হ্যাকার এইসব তথ্য ডার্ক ওয়েবে ফাঁস করেছে বলে জানা গেছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কোভিড-১৯ এর সময় দেশবাসীর যে তথ্য সংগ্রহ করেছিল ICMR (Indian Council of Medical Research), সেখান থেকেই সমস্ত তথ্য হাতানো হয়েছে।

ভারতের মোট জনসংখ্যা বর্তমানে ১৪৮ কোটি, তার মধ্যে ৮১.৫ কোটি মানুষের নাম, ধাম, ফোন নম্বর, আধার ও পাসপোর্ট-সহ বিভিন্ন তথ্য নিয়ে এখন ডার্ক ওয়েবের বাজারে বিজ্ঞাপন দেখানো হচ্ছে। গত ৯ অক্টোবর হ্যাকার ‘pwn00001’ ভারতীয়দের তথ্যের নিলামের জন্য বেশ কিছু পোস্ট করেছে। ‘রিসিকিউরিটি’ এই তথ্য লঙ্ঘনের বিষয়টি প্রথম লক্ষ্য করে।

ওই মার্কিন সংস্থার গবেষকরা জানিয়েছেন, ফাঁস হওয়া তথ্যের মধ্যে প্রায় ভারতীয় নাগরিকদের ব্যক্তিগত তথ্য ও বিবরণ-সহ মোট ৮১৫ মিলিয়ন ফাইল রয়েছে। ওই ফাইলগুলির সত্যতা যাচাইয়ের জন্য ভারত সরকারের পোর্টালের ‘ভেরিফাই আধার’কে কাজে লাগিয়ে সেই তথ্যের সত্যতাও নিশ্চিত করেছে রিসিকিউরিটি সংস্থার গবেষকরা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ২০২০ সালে করোনাকালে দেশের কোটি কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়ার সময় আইসিএমআর যে তথ্য সংগ্রহ করেছিল, সেখান থেকেই তথ্য ফাঁস হয়েছে।

এই তথ্যই নাকি ডার্ক ওয়েবে নিলামে ডেকে বিক্রি হচ্ছে। যার দর ইতিমধ্যেই ৮০ হাজার ডলারে পৌঁছেছে। ভারতীয় মুদ্রায় যার মূল্য ৬৬ লক্ষ টাকা। 

তবে ওয়াকিবহাল মহলের দাবি, শুধুমাত্র আইসিএমআর নয়, ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার (NIC), কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক-সহ একাধিক কেন্দ্র সরকারি দফতরের কাছে দেশের নাগরিকদের কোভিড-১৯ সংক্রান্ত তথ্যের ভাণ্ডার রয়েছে। তাই ঠিক কোন সংস্থার নিরাপত্তা গলদের জন্য তথ্য ফাঁস হয়েছে, তা বলা মুশকিল। তবে, CERT-In (Computer Emergency Response Team of India) ইতিমধ্যেই এই বিষয়ে আইসিএমআর-কে সতর্ক করেছে বলে জানা গিয়েছে। তবে এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকারের তথ্য-প্রযুক্তি মন্ত্রকের তরফে এখনও সরকারিভাবে কোনও মন্তব্য করা হয়নি।

৮১.৫ কোটি ভারতীয়র গোপন তথ্য ঘুরছে ডার্ক ওয়েবে, দেশের ইতিহাসের সবচেয়ে বড় ‘ডেটা লিক’!
Phone Hacking: কেজরিওয়াল-ইয়েচুরিদের ফোন হ্যাকের চেষ্টা! ফোনে এল সতর্কবার্তা, কেন্দ্রকে আক্রমণে রাহুল
৮১.৫ কোটি ভারতীয়র গোপন তথ্য ঘুরছে ডার্ক ওয়েবে, দেশের ইতিহাসের সবচেয়ে বড় ‘ডেটা লিক’!
গ্রেফতার হতে পারেন কেজরিওয়াল! ইডির নিশানায় হেমন্ত-বিজয়ন-স্ট্যালিনও, বিস্ফোরক দাবি আপ নেত্রীর

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in