Pegasus: স্নুপিং কান্ডের তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে ৩ সদস্যের কমিটি, রিপোর্ট ৮ সপ্তাহে

বেঞ্চ জোর দিয়ে বলে, "আমরা তথ্যের যুগে বাস করি। আমাদের অবশ্যই স্বীকার করতে হবে যে প্রযুক্তি গুরুত্বপূর্ণ হলেও, গোপনীয়তার অধিকার রক্ষা করাও গুরুত্বপূর্ণ।"
ছবি প্রতীকী
ছবি প্রতীকী ছবি সংগৃহীত

পেগাসাস স্পাইওয়্যার স্নুপিং অভিযোগের তদন্তের জন্য বুধবার সুপ্রিম কোর্ট তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে৷ এই কমিটির তত্ত্বাবধানে থাকবেন শীর্ষ আদালতের অবসরপ্রাপ্ত বিচারপতি আর ভি রভিন্দ্রন। তাঁকে সাহায্য করবেন অলোক জোশী, প্রাক্তন আইপিএস অফিসার এবং ডক্টর সুদীপ ওবেরয়।

বুধবার প্রধান বিচারপতি এন ভি রমনার নেতৃত্বে এক বেঞ্চ জানিয়েছে, স্নুপিং অভিযোগের তদন্তের জন্য কমিটি গঠন করার অনুমতি চেয়ে ভারত সরকারের অনুরোধ আদালত খারিজ করছে।

কেন্দ্রীয় সরকারের যুক্তি ছিল, পেগাসাস স্পাইওয়্যার ব্যবহারের সঙ্গে জাতীয় সুরক্ষার সমস্যা জড়িত। তাই এই সংক্রান্ত কোনও তথ্য বিশদে প্রকাশ করতে অস্বীকার করা হয়েছিলো।

শীর্ষ আদালত তার রায়ে জানিয়েছে, এক্ষেত্রে রাষ্ট্র জাতীয় সুরক্ষার যে প্রশ্ন তুলেছে তা দিয়েই এই সমস্যা এড়িয়ে যাওয়া যাবেনা। জাতীয় সুরক্ষা কখনোই কোনো জুজু নয় যা দেখিয়ে এই সমস্যা এড়িয়ে যাওয়া যায়। বেঞ্চ উল্লেখ করেছে যে, কেন্দ্র একটি সীমিত হলফনামা দাখিল করেছে, যেখানে কোনো কিছুই স্পষ্ট করে না বলে বারবার বলা হয়েছে আদালত জাতীয় নিরাপত্তার বিষয়ে উদ্বিগ্ন নয়।

বেঞ্চ জোর দিয়ে বলে, "আমরা তথ্যের যুগে বাস করি। আমাদের অবশ্যই স্বীকার করতে হবে যে প্রযুক্তি গুরুত্বপূর্ণ হলেও, গোপনীয়তার অধিকার রক্ষা করাও গুরুত্বপূর্ণ।" বেঞ্চ আরও জানায়, "শুধু সাংবাদিক ইত্যাদি নয়, গোপনীয়তা সমস্ত নাগরিকের জন্যই গুরুত্বপূর্ণ।"

বেঞ্চ আরও উল্লেখ করে যে, সলিসিটর জেনারেল তুষার মেহতা জানিয়েছিলেন যে এই ক্ষেত্রে বহু পিটিশনই ব্যক্তিগত উদ্যোগে ছিল। কিন্তু এটি এই ধরনের সর্বজনীন বিতর্ককে গ্রহণ করতে পারে না।

বিচারপতি সূর্য কান্ত এবং হিমা কোহলির সমন্বয়ে গঠিত বেঞ্চ জানিয়েছে, "কেন্দ্রের এখানে তার অবস্থান স্পষ্ট করা উচিত ছিল এবং এই ক্ষেত্রে আদালতকে নীরব দর্শক করা উচিত নয়।"

৮ সপ্তাহ পরে এই বিষয়ে রিপোর্ট জমা দিতে হবে।

- with inputs from IANS

ছবি প্রতীকী
Pegasus Row: জাতীয় নিরাপত্তার স্বার্থে হলফনামা দিতে নারাজ কেন্দ্র, আদেশ স্থগিত সুপ্রিম কোর্টের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in