

দেশজুড়ে অস্বস্তিকর গরমের আবহে সুখবর শোনালো আবহাওয়া দপ্তর। মৌসুম ভবন সূত্রে খবর, সময়ের একদিন আগেই এবার বর্ষা ঢুকছে কেরালাতে। অর্থাৎ আগামী ৩১ মে কেরালায় ঢুকছে বর্ষা কেরালায়। ভারতীয় মৌসম ভবন (আইএমডি) জানিয়েছে, ইতিমধ্যেই কেরল উপকূলে এসে পৌঁছেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু।
কেরালায় বর্ষা প্রবেশের কথা আগামী ১ জুন। কিন্তু আবহাওয়াবিদরা জানাচ্ছেন, রেমালের কারণে বঙ্গোপসাগরে মৌসুমি বায়ুর প্রবাহ বৃদ্ধি পাওয়ায় নির্ধারিত সময়ের এক দিন আগেই বর্ষা কেরলে প্রবেশ করে গিয়েছে। বৃহস্পতিবার থেকেই মৌসুমি বায়ু একটু একটু করে উত্তর-পূর্বের দিকে অগ্রসর হবে।
উল্লেখ্য, ইতিমধ্যেই প্রবল বর্ষাতে ভিজছে কেরালা। অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয়, মিজোরাম, মণিপুর এবং অসমের স্বাভাবিক বর্ষা শুরুর কথা ৫ জুন থেকে। জুনের শেষ নাগাদ বর্ষা পৌঁছানোর কথা দিল্লিতে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, সবকিছু ঠিক থাকলে জুনের প্রথম সপ্তাহের শেষ বা দ্বিতীয় সপ্তাহতেই শুরুতেই বর্ষা প্রবেশ করবে বঙ্গে। ফিরে যাবে সেপ্টেম্বরে।
আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল, চলতি বছর স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হবে। উত্তর-পশ্চিম, উত্তর-পূর্ব এবং পূর্বের কিছু অংশ ছাড়া সারা দেশে ভাল বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
অন্যদিকে, গ্রীষ্মের দহনজ্বালাতে জ্বলছে রাজধানী দিল্লি। ইতিমধ্যেই রাজধানীর তাপমাত্রা পৌঁছেছে ৪৮ ডিগ্রিতে। এছাড়া বঙ্গেও বেড়েছে অস্বস্তিকর গরম। আর এই আবহে সময়ের আগে দেশে বৃষ্টি প্রবেশে খুশি দেশবাসী।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন