Twitter: ‘ব্লু-টিক’ হারালেন বিশ্বের একাধিক তারকা, তালিকায় মমতা ব্যানার্জি, যোগী আদিত্যনাথও

ট্যুইটারের বিশেষ চিহ্ন হারিয়েছেন, শচীন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, যুবরাজ সিং, নীরাজ চোপড়া, মেরি কম, মিথালী রাজ, হরমনপ্রীত কৌর, পি ভি সিন্ধু, সাইনা নেওয়াল, কপিল দেবের মতো ক্রীড়াবিদরাও।
ব্লু টিক হারালেন একাধিক বিশিষ্ট ব্যক্তিরা
ব্লু টিক হারালেন একাধিক বিশিষ্ট ব্যক্তিরাগ্রাফিক্স - সুমিত্রা নন্দন

ট্যুইটারের বিশেষ ‘পরিচিতি’ হারালেন অমিতাভ বচ্চন, বিরাট কোহলি, শাহরুখ খান থেকে শুরু করে বিল গেটসের মতো ব্যক্তিরা। পাশাপাশি মমতা ব্যানার্জি, যোগী আদিত্যনাথের মতো রাজনীতিবিদরাও ব্লু-টিক হারিয়েছেন। নির্ধারিত মূল্য না দেওয়ায় তাঁদের নামের পাশ থেকে 'ব্লু-টিক' তুলে নিয়েছে ট্যুইটার কর্তৃপক্ষ।

সকলেই জানেন ট্যুইটারে ভেরিফায়েড অ্যাকাউন্টগুলির জন্য বিশেষ চিহ্ন (ব্লু-টিক) ব্যবহার করা হয়। এতদিন শাহরুখ খান, বিরাট কোহলি, অমিতাভ বচ্চন, বিল গেটস, রাহুল গান্ধীর মতো ব্যক্তিদের অ্যাকাউন্টের পাশেও ব্লু-টিক দেখা যেতো। কিন্তু এখন আর নেই। জানা যাচ্ছে তাঁরা কেউই ট্যুইটার নির্ধারিত মূল্য দেননি। সেই জন্যই ব্লু-টিক সরিয়ে দেওয়া হয়েছে।

ক্রীড়াবিদদের মধ্যে বিরাট কোহলি ছাড়া ট্যুইটারের বিশেষ চিহ্ন হারিয়েছেন, শচীন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি, যুবরাজ সিং, নীরাজ চোপড়া, মেরি কম, মিথালী রাজ, হরমনপ্রীত কৌর, পি ভি সিন্ধু, সাইনা নেওয়াল, কপিল দেব, সুশীল কুমার, সাইকম মীরাবাই চানু, পঙ্কজ আডবানী, রোহন বোপান্নার মতো তারকারা।

রাহুল গান্ধী ছাড়াও রাজনীতিবিদদের মধ্যে রয়েছেন, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যনার্জি, প্রিয়াঙ্কা গান্ধী, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, মনীশ সিসোদিয়া, অমিত মালব্য, বাসবরাজ বোম্মাই সহ একাধিক রাজনীতিবদ।

ব্লু-টিক হারানোর তালিকায় রয়েছেন, আলিয়া ভাট, দীপিকা পাডুকোন, রণবীর সিং, অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, কেটি পেরি, জাস্টিন বিবার, ওপরা উইনফ্রে, এবং কিম কার্দাশিয়ানের মতো তারকারাও।

প্রসঙ্গত উল্লেখ্য, ১২ এপ্রিল ট্যুইটার কর্তা এলন মাস্ক ট্যুইটের মাধ্যমে জানিয়েছিলেন ২০ এপ্রিল শেষ দিন টাকা জমা দেওয়ার। অর্থাৎ সময়ের মধ্যে টাকা না দিলে সকলের নামের পাশ থেকেই ব্লু-টিক সরে যাবে। আর সেটাই হলো। এখন দেখার এই বিশিষ্ট ব্যক্তিরা নিজেদের নামের পাশে আদৌ ব্লু-টিক ফেরান কিনা।

ব্লু-টিকের জন্য একজন ব্যক্তিকে খরচ করতে হবে মাসিক ১১ ডলার (আইওএস/অ্যান্ড্রয়েড ব্যবহারকারী) এবং ৮ ডলার ধার্য করা হয় ওয়েবের মাধ্যমে ট্যুইটার ব্যবহারকারীদের। ২০২১ সালের জুন মাসে, সাবস্ক্রিপশন পরিষেবা হিসাবে প্রথম Twitter Blue চালু করা হয়। এই পরিষেবায় গ্রাহকেরা টুইট সম্পাদনা (Edit Tweets) করার পাশাপাশি প্রিমিয়াম অফার (বিশেষ পরিষেবা) পেয়ে থাকেন।

ব্লু টিক হারালেন একাধিক বিশিষ্ট ব্যক্তিরা
প্রাক্তন TERI প্রধানের দায়ের করা মামলায় নিঃশর্ত ক্ষমা চাইতে রাজী অর্ণব গোস্বামী

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in