Lay Off: ১১ শতাংশ কর্মী ছাঁটাইয়ের পথে ভিডিও শেয়ারিং সংস্থা Vimeo

Vimeo-এর সিইও অঞ্জলি সুদ এক অনলাইন চিঠিতে জানিয়েছেন, "ছাঁটাইয়ের ফলে যাদের চাকরি প্রভাবিত হয়েছে তাঁরা তাদের টিম লিডার এবং এইচআরের সাথে বৈঠকের জন্য ইমেল এবং আমন্ত্রণ পেয়েছেন"।
ছবি প্রতীকী
ছবি প্রতীকীফাইল ছবি সংগৃহীত

ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম (Vimeo) ১১ শতাংশ কর্মী ছাঁটাই করা হবে বলে জানালো। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান অর্থনৈতিক অবস্থার কারণে তারা ১১ শতাংশ কর্মী ছাঁটাই করতে বাধ্য হচ্ছে।

Vimeo-এর সিইও অঞ্জলি সুদ এক অনলাইন চিঠিতে জানিয়েছেন, "ছাঁটাইয়ের ফলে যাদের চাকরি প্রভাবিত হয়েছে তাঁরা তাদের টিম লিডার এবং এইচআরের সাথে বৈঠকের জন্য ইমেল এবং আমন্ত্রণ পেয়েছেন"।

কোম্পানির প্রায় প্রতিটি ক্ষেত্রে এবং প্রতিটি বিভাগে কর্মী ছাঁটাই করা হবে বলে জানানো হয়েছে। সংখ্যাগরিষ্ঠ কর্মী ছাঁটাই করা হবে বিক্রয় এবং গবেষণা ও উন্নয়ন বিভাগ থেকে। কারণ কোম্পানির সামগ্রিক কর্মশক্তির বেশিরভাগই এইসমস্ত বিভাগের সঙ্গে যুক্ত।

সুদ তাঁর চিঠিতে জানিয়েছেন, "আমরা ভিমিওকে সহজ করার জন্য আরও বেশি মনোযোগী কৌশল নিয়ে ২০২৩-এ প্রবেশ করছি, এবং শেষ পর্যন্ত, আমাদের টিমের আকার এবং গঠনকে সেইভাবে পুনর্গঠিত হবে। এই ছাঁটাই আমাদের বৃদ্ধি এবং লাভের লক্ষ্যগুলিকে এমনভাবে অর্জন করতে সক্ষম করে যা বিস্তৃতির উপর অনেক কম নির্ভরশীল। যা আমাদের লক্ষ্যের দিকটিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখবে।"

এর আগে গত বছরের জুলাই মাসে ভিমিওতে ছাঁটাই হয়েছিল। যে সময় অঞ্জলি সুদ ঘোষণা করেছিলেন, Vimeo ৬ শতাংশ কর্মী ছাঁটাই করতে চলেছে।

এছাড়াও, যেসব কর্মচারী কোম্পানি ছেড়ে যাবেন তাদের আর্থিক ও ট্রানজিশন সাপোর্ট দেওয়া হবে বলেও তিনি জানিয়েছিলেন।

আরও পড়ুন

ছবি প্রতীকী
Lay Off: বছরের শুরুতেই ১৮ হাজার কর্মী ছাঁটাইয়ের পথে Amazon!
ছবি প্রতীকী
Lay Off: টুইটারের পাবলিক পলিসি টিম-এ চলছে কর্মী ছাঁটাই, তিনমাসে ৩৫০০-র বেশি কর্মহীন!

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in