Layoff: ইনটেল থেকে ছাঁটাই হবার মুখে ২৪ হাজার কর্মী, বন্ধ হচ্ছে একাধিক বড়ো প্রকল্প

People's Reporter: ইতিমধ্যেই এই ছাঁটাই প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং এবারের ছাঁটাই প্রক্রিয়ায় সবথেকে বেশি প্রভাবিত হতে চলেছে ক্যালিফোর্নিয়ার সান্টা ক্লারা ও ফলসম ইউনিট।
ছবি প্রতীকী
ছবি প্রতীকী গ্রাফিক্স - আকাশ
Published on
Summary

* প্রায় ২৪ হাজার কর্মী ছাঁটাই করতে চলেছে ইনটেল।

* ২০২৫-এ বিশ্বজুড়ে এখনও পর্যন্ত ছাঁটাই ৮০ হাজারের বেশি প্রযুক্তি কর্মী।

* গত এপ্রিল মাসে ইনটেল ২২ হাজার এবং মে মাসে মাইক্রোসফট ৬ হাজার কর্মী ছাঁটাই করে।

২০২৫-এ আরও একবার বড়োসড়ো ছাঁটাই দেখতে চলেছে টেক দুনিয়া। এবার নিজেদের কর্মীবাহিনীর প্রায় ১৫ শতাংশ ছাঁটাই করতে চলেছে ইনটেল (INTEL)। চলতি বছরে এখনও পর্যন্ত টেক দুনিয়ায় যত ছাঁটাই হয়েছে তার মধ্যে এটিই বৃহত্তম ছাঁটাই (Layoff) হবে বলে মনে করা হচ্ছে। ২০২৪-এর শেষে ইনটেলে কর্মরত ছিলেন ১ লক্ষের বেশি কর্মী। যা বর্তমান বছরের শেষে ৭৫ হাজারে নিয়ে আসা হবে বলে জানা গেছে।

জানা গেছে, ইতিমধ্যেই এই ছাঁটাই প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং এবারের ছাঁটাই প্রক্রিয়ায় সবথেকে বেশি প্রভাবিত হতে চলেছে ক্যালিফোর্নিয়ার সান্টা ক্লারা ও ফলসম ইউনিট। এছাড়াও ওরেগনের হিলসবোরো এবং আলোহা, আরিজোনা, টেক্সাস এবং ইজরায়েলের ইউনিটও এই ছাঁটাই প্রক্রিয়ায় প্রভাবতি হবে।

গত কয়েক বছর ধরেই ইনটেলে লাগাতার ছাঁটাই চলছে। বিশেষ করে প্রতিদ্বন্দ্বী সংস্থা টিএসএমসি-র (TSMC) কাছে বাজারের দখল হারানোর পরে এই প্রক্রিয়া গতি লাভ করেছে। গতবছরেই ইন্টেল থেকে ছাঁটাই হয়েছিল প্রায় ১৫ হাজার কর্মী। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, সংস্থাকে সময়ের সঙ্গে সঙ্গে পুনর্গঠিত এবং আরও দক্ষ করে তুলতে এই ছাঁটাই জরুরি।

ইনটেল আরও জানিয়েছে, সংস্থার বিভিন্ন ক্ষেত্রে খরচ কমানো হচ্ছে। বাজারে প্রতিদ্বন্দ্বিতা বেড়ে যাওয়ার কারণে খরচ কমানো জরুরি। ভারজ-এর প্রতিবেদন অনুসারে, জার্মানি এবং পোল্যান্ডের প্রজেক্ট বাতিল করা হচ্ছে, কোস্টারিকা থেকে কাজ সরিয়ে ভিয়েতনাম এবং মালয়েশিয়া নিয়ে যাওয়া হচ্ছে। এর ফলে কোস্টারিকার দপ্তরে ২০০০ কর্মীর ভবিষ্যৎ বিপদের মুখে। এছাড়াও ওহিওতে ২৮ বিলিয়ন ইউএস ডলার খরচ করে চিপ তৈরির বিভাগও ধীর গতিতে তৈরি করা হচ্ছে।

জানা গেছে, ইনটেল-এর নব নিযুক্ত সিইও লিপ বু ট্যান (Lip-Bu Tan) মূলত এইসব কড়া সিদ্ধান্ত নিচ্ছেন। তিনি মনে করছেন, বর্তমানে কোম্পানি খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে চলছে। বিশেষ করে বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বাজার দখল করার ফলে অন্যান্য বহু সংস্থার মত কড়া প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছে ইনটেলও। তিনি আরও জানিয়েছেন সংস্থার পুনর্গঠন এবং ছাঁটাই প্রক্রিয়ার জন্য প্রায় ২ বিলিয়ন ইউ এস ডলার খরচ হবে।

প্রসঙ্গত বর্তমান ত্রৈমাসিকে ১২.৯ বিলিয়ন ইউএস ডলার আয় করার পরেও ইনটেল-এর ক্ষতি হয়েছে ২.৯ বিলিয়ন ইউএস ডলার।

জুলাই মাসে যে বড়ো সংখ্যায় কর্মী ছাঁটাই করা হবে তা গত জুন মাসেই জানা গেছিল। যদিও সেই সংখ্যা ঠিক কত তা তখন জানা যায়নি। গত বছর ১৫ হাজার কর্মী ছাঁটাই করেছিল ইন্টেল। যার মধ্যে ৩০০০ কর্মী ছিল ওরেগনে। এটিই সংস্থার বৃহত্তম উৎপাদন কেন্দ্র।

২০২৫ সালে প্রযুক্তি শিল্পের ব্যাপক মন্দার মধ্যে চাকরি ছাঁটাইয়ের পটভূমিতেও ইন্টেলে ছাঁটাই হবে। ছাঁটাই সংক্রান্ত তথ্যের প্ল্যাটফর্ম Layoffs.fyi অনুসারে, এই বছর এখনও পর্যন্ত ১৬৬টি সংস্থা থেকে ৮০,১৫০ এরও বেশি প্রযুক্তি কর্মী তাদের চাকরি হারিয়েছেন। মাইক্রোসফ্ট, গুগল, অ্যামাজন এবং মেটা সহ বৃহৎ প্রযুক্তি সংস্থা সাম্প্রতিক মাসগুলিতে নতুন ব্যবসায়িক পুনর্গঠন এবং খরচ কমানোর ব্যবস্থার সাথে সামঞ্জস্য রেখে কর্মী ছাঁটাই ঘোষণা করেছেন। এর মধ্যে সবথেকে বেশি কর্মী ছাঁটাই করেছে ইনটেল ও মাইক্রোসফট। গত এপ্রিল মাসে ইনটেল ২২ হাজার এবং মে মাসে মাইক্রোসফট ৬ হাজার কর্মী ছাঁটাই করেছে।

Key Words: Intel layoffs 2025, Intel job cuts, Intel employee reduction, tech layoffs 2025, major tech layoffs, Intel project shutdown, Intel workforce cut

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in