Lascar Volcano: সাত বছর পর ফের জেগে উঠলো চিলির লাসকার আগ্নেয়গিরি

আন্দিজের লাসকার আগ্নেয়গিরি আকাশে ৬০০০ মিটার (প্রায় ২০০০০ ফুট) উচ্চতায় ছাই ছড়িয়ে পড়ার পরেই দ্রুততার সঙ্গে চিলি কর্তৃপক্ষ সতর্কতা জারি করেছে৷
চিলির লাসকার আগ্নেয়গিরি
চিলির লাসকার আগ্নেয়গিরি ছবি ট্যুইটার ভিডিও থেকে স্ক্রীনশট
Published on

আচমকাই ঘুম থেকে জেগে উঠলো চিলির লাসকার আগ্নেয়গিরি। শনিবার মাঝরাতে লাসকার আগ্নেয়গিরি থেকে হঠাৎ করেই লাভা উদগীরণ শুরু হয়। অগ্ন্যুৎপাত-এর ফলে ছাই ছড়িয়ে পড়ে আকাশে। এর সঙ্গেই শুরু হয় ভূমিকম্প।

আন্দিজের লাসকার আগ্নেয়গিরি আকাশে ৬০০০ মিটার (প্রায় ২০০০০ ফুট) উচ্চতায় ছাই ছড়িয়ে পড়ার পরেই দ্রুততার সঙ্গে চিলি কর্তৃপক্ষ সতর্কতা জারি করেছে৷

বিবিসি জানিয়েছে, লাসকার আগ্নেয়গিরি থেকে শনিবার ছোটখাটো ভূমিকম্পের পর অগ্নুৎপাত শুরু হয়। আগ্নেয়গিরি থেকে ১২ কিলোমিটারেরও কম দূরে অবস্থিত একটি ছোট শহর তালাব্রের বাসিন্দারা দুপুরের দিকে প্রথম আগ্নেয়গিরি জেগে ওঠার ইঙ্গিত পেয়েছিলেন।

যদিও লাসকার আগ্নেয়গিরি থেকে ছাই এবং গরম গ্যাস মিশ্রিত ধোঁয়া আকাশের বিরাট অংশ ঢেকে গেছে, তবে এখনও পর্যন্ত কোন ক্ষতির খবর পাওয়া যায়নি।
প্রাথমিক ভাবে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। চলছে কড়া নজরদারি।

চিলির ন্যাশনাল জিওলজি অ্যান্ড মাইনিং সার্ভিস (সেরনাজিওমিন)-এর বক্তব্য অনুসারে, বিশেষজ্ঞরা পুরো বিষয়টির ওপর নজর রাখছেন।

- with IANS inputs

আরও পড়ুন

চিলির লাসকার আগ্নেয়গিরি
Delhi: 'মস্ত বড় ভুল করেছি' - বিকালে AAP-এ যোগ দিয়ে ভোররাতে কংগ্রেসে ফিরে এলেন কাউন্সিলর
চিলির লাসকার আগ্নেয়গিরি
NDTV: এবার NDTV বোর্ডে আদানি গ্রুপের মনোনীত দুই পরিচালক

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in