দেশের প্রথম রাজ্য হিসেবে BPL পরিবারকে বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা - অভিনব প্রকল্প বিজয়ন সরকারের

বিজয়ন বলেন, কেরালা দেশের একমাত্র রাজ্য, যা ইন্টারনেট অ্যাক্সেসের অধিকারকে মৌলিক অধিকার হিসেবে চিহ্নিত করেছে। এই মৌলিক অধিকার যাতে কাগজ-কলমে সীমাবদ্ধ না থাকে তা নিশ্চিত করতে K-FON বাস্তবায়ন করা হয়েছে।
পিনারাই বিজয়ন
পিনারাই বিজয়নগ্রাফিক্স - সুমিত্রা নন্দন

কেরালায় ২০ লক্ষ বিপিএল তালিকাভুক্ত পরিবারকে বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা দিতে কেরালা ফাইবার অপটিক নেটওয়ার্ক (K-FON) নামের প্রকল্প চালু করলো সেখানকার রাজ্য সরকার। সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন উচ্চভিলাষী এই প্রকল্পটির সূচনা করেন। ইতিমধ্যে ৭০০০ পরিবার বিনামূল্যে ইন্টারনেট পরিষেবার অ্যাক্সেস পেয়েছে।

প্রকল্পটি চালু করে মুখ্যমন্ত্রী বিজয়ন বলেন, "কেরালা দেশের একমাত্র রাজ্য, যা ইন্টারনেট অ্যাক্সেসের অধিকারকে একটি মৌলিক অধিকার হিসেবে চিহ্নিত করেছে। এই মৌলিক অধিকার যাতে কাগজ-কলমে সীমাবদ্ধ না থাকে তা নিশ্চিত করতে K-FON বাস্তবায়ন করা হয়েছে। সমস্ত রাজ্যবাসীর কাছে উচ্চ-গতির ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজনীয় মৌলিক পরিকাঠামো সরবরাহ করছে রাজ্য।"

বিজয়ন জানিয়েছেন, এই প্রকল্পের অংশ হিসেবে ১৭,৪১২টি সরকারি অফিস এবং ২,১০৫টি পরিবারে ইতিমধ্যেই K-FON সংযোগ দেওয়া হয়েছে। আরও ৯০০০ টি পরিবারের পরিষেবা নিশ্চিত করতে কেবল নেটওয়ার্ক স্থাপন করা হয়েছে।

তিনি বলেন, "কোভিড-১৯ মহামারীর পর নতুন কর্মসংস্কৃতির উদ্ভব হয়েছে। বাড়ি থেকে কাজ (Work From Home), বাড়ির কাছাকাছি কাজ এবং বাড়ি থেকে দূরে কাজ - সব কিছুর জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। যদি আমাদের বর্তমান প্রজন্ম এই নতুন কর্মপদ্ধতিতে আগ্রহী হয়ে থাকেন, তাহলে তাঁদের কাজের সুবিধার্থে গোটা রাজ্যেই আরও ভাল ইন্টারনেট সংযোগ থাকা উচিত।"

চার বছর আগেই এই প্রকল্পের কথা ঘোষণা করেছিল কেরালার বাম সরকার। কিন্তু মহামারী সহ একাধিক কারণে তা এতদিন বাস্তবায়িত হয়নি। কেরালা ভারতের প্রথম রাজ্য, যাদের নিজস্ব ইন্টারনেট পরিষেবা রয়েছে। এই স্কিমের অধীনে রাজ্যের প্রতিটি পরিবার ১৫ এমবিপিএস গতিতে প্রতিদিন ১.৫ জিবি করে ডেটা পাবে।

এক্ষেত্রে উল্লেখ্য, এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের সমস্ত পরিবারকেই ইন্টারনেট পরিষেবা দেওয়া হবে। বিপিএল তালিকাভুক্তদের এটি বিনামূল্যে দেওয়া হবে। পাশাপাশি সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান এবং হাসপাতালগুলিতেও বিনামূল্যে এই পরিষেবা দেওয়া হবে। বাকিদের এই ইন্টারনেট পরিষেবা পেতে কত করে অর্থ দিতে হবে, তা এখনও নির্ধারণ করা হয়নি।

পিনারাই বিজয়ন
রেল দুর্ঘটনায় CBI দিয়ে 'যাত্রী সুরক্ষা'র বিষয় ধামাচাপা দিতে চাইছে মোদী সরকার - সীতারাম ইয়েচুরি

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in