

জাপানে আবারও প্রবল ভাবে ছড়িয়ে পড়েছে বার্ড ফ্লু। সে দেশের ইবারাকির পূর্বাঞ্চলের এক পোল্ট্রি ফার্মে প্যাথোজেনিক এভিয়ান ইনফ্লুয়েঞ্জার ছড়িয়ে পড়েছে বলে নিশ্চিত করা হয়েছে। সোমবার জাপানের ফার্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, এই মরসুমে দেশে দ্বিতীয় বার্ড ফ্লু-র সংক্রমণ ঘটেছে।
জাপানের কৃষি, বন ও মৎস্য মন্ত্রণালয় এক প্রেস বিবৃতিতে জানিয়েছে, কাসামা, ইবারাকি অঞ্চলের খামারে প্রায় ৭২,০০০ ডিম পাড়া মুরগির সবগুলোই মেরে ফেলা হবে।
ইবারাকির প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে বার্ড ফ্লু ছড়িয়ে পড়া আটকাতে স্থানীয় কাসামা ফার্ম রবিবার সকালে প্রায় ৪৫০ মুরগিকে মেরে ফেলেছে।
এক সাধারণ ভাইরাস পরীক্ষায় ইতিবাচক ফলাফল আসার পরে, দ্বিতীয়বার বিস্তারিতভাবে জেনেটিক পরীক্ষা করে এই বিষয়ে নিশ্চিত হয়েছে প্রশাসন।
জিংহুয়া সংবাদসংস্থা জানিয়েছে, শনিবার দক্ষিণ জাপানের সাগা অঞ্চলের কাশিমা শহরের একটি খামারে এই মরসুমের প্রথম বার্ড ফ্লু ছড়িয়ে পড়ার খবর নিশ্চিত করা হয়।
জাপানে গত মরশুমে দেশের ৪৭টি অঞ্চলের ২৬ টি খামারে কমপক্ষে ৮৪টি বার্ড ফ্লুর সংক্রমণ ঘটেছিল। প্যাথোজেনিক বার্ড ফ্লুর রেকর্ড ৮৪টি ঘটনায় রেকর্ড সংখ্যক ১৭.৭১ মিলিয়ন মুরগি মেরে ফেলা হয়। যার ফলে সে দেশের বাজারে ডিমের ঘাটতি দেখা দিয়েছে এবং ডিমের দাম বেড়েছে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন