

আগামী রবিবার পর্যন্ত গোটা রাজ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে।
মঙ্গলবার রাত থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি শুরু হয়েছে। বুধবার সকালেও আবহাওয়ার কোনো পরিবর্তন হয়নি। কলকাতা সহ গাঙ্গেয় উপকূলবর্তী জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, এই বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত। পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হয়েছে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ওপর দিয়ে মৌসুমী অক্ষরেখা রয়েছে। সেই কারণেই এই বৃষ্টিপাত হচ্ছে।
আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে আগামীকাল থেকে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এছাড়া কোচবিহার, মালদহ, দুই দিনাজপুর এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।
এই পূর্বাভাসের পাশাপাশি মৎস্যজীবীদের সুমদ্রে যেতেও নিষেধ করেছে আবহাওয়া দপ্তর। সমুদ্রে জলোচ্ছ্বাসের সম্ভাবনাও রয়েছে।
আজকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৭ ডিগ্রি সেলসিয়াস ও ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন