OTT Banned: অশ্লীল সামগ্রী প্রদর্শন! ১৮ টি OTT প্ল্যাটফর্ম বন্ধ করল কেন্দ্র, দেখুন সম্পূর্ণ তালিকা

People's Reporter: বিবৃতিতে বলা হয়েছে, ‘সৃজনশীল অভিব্যক্তি’র আড়ালে অশ্লীলতা, নগ্নতা, নারীর অবমাননা এবং অপপ্রচার করা হচ্ছে প্ল্যাটফর্মগুলির মাধ্যমে।
OTT Banned: অশ্লীল সামগ্রী প্রদর্শন! ১৮ টি OTT প্ল্যাটফর্ম বন্ধ করল কেন্দ্র, দেখুন সম্পূর্ণ তালিকা
প্রতীকী ছবি

একাধিক অভিযোগ ওঠায় ১৮ টি ওটিটি প্ল্যাটফর্ম, ১৯ টি ওয়েবসাইট, ১০ টি অ্যাপ এবং ৫৭ টি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বন্ধ করল কেন্দ্র সরকার। বৃহস্পতিবার কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। জানানো হয়েছে, অশ্লীল সামগ্রী প্রদর্শনের কারণেই সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যে ১৯ টি ওয়েবসাইট, ১০ টি অ্যাপ এবং ৫৭ টি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে সেগুলি ওই ওটিটি প্ল্যাটফর্মগুলিরই।

বিবৃতিতে বলা হয়েছে, ‘সৃজনশীল অভিব্যক্তি’র আড়ালে অশ্লীলতা, নগ্নতা, নারীর অবমাননা এবং অপপ্রচার করা হচ্ছে প্ল্যাটফর্মগুলির মাধ্যমে। ভারত সরকারের অন্যান্য বিভাগ, আইন বিশেষজ্ঞ এবং নারী ও শিশুদের অধিকার রক্ষাকারী বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তথ্যপ্রযুক্তি আইন, ২০০০ এর বিধি অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

বন্ধ হওয়া ১০ টি অ্যাপের মধ্যে ৭ টি গুগুল প্লে স্টোরের ও ৩ টি অ্যাপেল স্টোরের। অ্যাপগুলির মধ্যে একটি গুগল প্লে স্টোর থেকে ১ কোটিরও বেশিবার ডাউনলোড হয়েছে। আরও দুটি ৫০ লাখেরও বেশি বার ডাউনলোড হয়েছে।

যে ওটিটি প্ল্যাটফর্মগুলি বন্ধ করা হয়েছে, সেগুলি হলঃ

Dreams Films
Voovi
Yessma
Uncut Adda
Tri Flicks
X Prime
Neon X VIP
Besharams
Hunters
Rabbit
Xtramood
Nuefliks
MoodX
Mojflix
Hot Shots VIP
Fugi
Chikooflix
Prime Play

OTT Banned: অশ্লীল সামগ্রী প্রদর্শন! ১৮ টি OTT প্ল্যাটফর্ম বন্ধ করল কেন্দ্র, দেখুন সম্পূর্ণ তালিকা
Kerala: দেশে প্রথম ‘এআই শিক্ষিকা’, কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে নজির গড়ল কেরল
OTT Banned: অশ্লীল সামগ্রী প্রদর্শন! ১৮ টি OTT প্ল্যাটফর্ম বন্ধ করল কেন্দ্র, দেখুন সম্পূর্ণ তালিকা
Google Play Store: কেন্দ্রের হস্তক্ষেপে প্লে স্টোরে ফিরল শাদি ডট কম, নকরি সহ একাধিক ভারতীয় অ্যাপ

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in