গুগল জেমিনির ‘Nano Banana AI’ ট্রেন্ডে মাতছেন? সাইবার প্রতারণার আশঙ্কা করে সতর্কবার্তা IPS অফিসারের

People's Reporter: ভি সি সাজ্জনার লিখেছেন, “ইন্টারনেটের ট্রেন্ডে মজে ব্যক্তিগত তথ্য শেয়ার করা মানেই প্রতারণার ফাঁদে পা দেওয়া। এক ক্লিকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা চলে যেতে পারে অপরাধীদের হাতে।”
গুগল জেমিনির ‘Nano Banana AI’ ট্রেন্ডে মাতছেন? সাইবার প্রতারণার আশঙ্কা করে সতর্কবার্তা IPS অফিসারের
ছবি - সংগৃহীত
Published on

গুগল জেমিনির নতুন ইমেজ জেনারেশন ও এডিটিং মডেল 'Nano Banana AI' বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। অনেকে নিজেদের ছবি আপলোড করে এই এআই-ভিত্তিক ট্রেন্ডে যোগ দিচ্ছেন। তবে এই উন্মাদনার মধ্যেই সতর্কবার্তা দিলেন আইপিএস অফিসার ভি সি সাজ্জনার।

সম্প্রতি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি জানিয়েছেন, আসল প্ল্যাটফর্ম বাদ দিয়ে যদি কেউ ভুয়ো ওয়েবসাইট বা অননুমোদিত অ্যাপে ছবি বা ব্যক্তিগত তথ্য শেয়ার করেন, তবে বড় ধরনের বিপদের আশঙ্কা রয়েছে। সাজ্জনার লিখেছেন, “ইন্টারনেটের ট্রেন্ডে মজে ব্যক্তিগত তথ্য শেয়ার করা মানেই প্রতারণার ফাঁদে পা দেওয়া। এক ক্লিকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা চলে যেতে পারে অপরাধীদের হাতে।”

তিনি আরও বলেন, আনন্দ ভাগ করে নেওয়ার মতো ট্রেন্ডে অংশ নেওয়া দোষের নয়, তবে নিরাপত্তা সর্বাগ্রে গুরুত্ব পাওয়া উচিত। কারণ, “ট্রেন্ড আসবে যাবে, কিন্তু একবার ভুয়ো ওয়েবসাইটে ডেটা আপলোড হলে তা আর ফেরানো যায় না।” তাঁর স্পষ্ট বার্তা, “অপরিচিত পথে পা বাড়ালে ফাঁদে পড়া নিশ্চিত। ছবি বা ব্যক্তিগত তথ্য দেওয়ার আগে দু’বার ভাবুন। আপনার ডেটা, আপনার অর্থ - আপনার দায়িত্ব।”

সাজ্জনার তাঁর পোস্টে প্রধানমন্ত্রী কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা ইন্ডিয়ান সাইবারক্রাইম কো-অর্ডিনেশন সেন্টার, তথ্য ও সম্প্রচার মন্ত্রক এবং তেলেঙ্গানা পুলিশের অফিসিয়াল অ্যাকাউন্টকেও ট্যাগ করেছেন।

খবরের প্রতিক্রিয়ায় এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, “এমন সচেতনতা খুবই জরুরি। মানুষের ডেটা সুরক্ষা এভাবেই নিশ্চিত করা সম্ভব।” আরেকজন লিখেছেন, “আমি নিজে আপলোড করিনি, কিন্তু আমার বন্ধুরা আমার ছবি Nano Banana-তে দিয়ে দিয়েছে। এতে আমি প্রচণ্ড বিরক্ত হয়েছি।”

অর্থাৎ, নতুন এআই ট্রেন্ড যেমন আনন্দ দিচ্ছে, তেমনই সাইবার অপরাধীদের জন্য হয়ে উঠছে সুযোগের জানলা। তাই বিশেষজ্ঞরা মনে করিয়ে দিচ্ছেন—উচ্ছ্বাসে ভেসে গিয়ে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা যেন বিসর্জন না হয়।

গুগল জেমিনির ‘Nano Banana AI’ ট্রেন্ডে মাতছেন? সাইবার প্রতারণার আশঙ্কা করে সতর্কবার্তা IPS অফিসারের
বিশ্বের শীর্ষ ২% বিজ্ঞানীর তালিকায় পতঞ্জলীর সহ-প্রতিষ্ঠাতা বালকৃষ্ণ! প্রশংসায় পঞ্চমুখ রামদেব

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in