AI পদ্ধতিকে কাজে লাগিয়ে ভারতের ভোটে প্রভাব ফেলতে চাইছে চীন! চাঞ্চল্যকর দাবি বিল গেটসের সংস্থার

People's Reporter: মাইক্রোসফটের পক্ষ থেকে বলা হয়েছে, ভারত, চীন এবং দক্ষিণ কোরিয়ার নির্বাচনে পরোক্ষভাবে প্রভাভ ফেলতে পারে চীন। এআই পদ্ধতিকে কাজে লাগিয়ে নির্বাচনে ব্যাঘাত সৃষ্টি করতে পারে।
বিল গেটস ও নরেন্দ্র মোদী
বিল গেটস ও নরেন্দ্র মোদীছবি - সংগৃহীত

প্রযুক্তিকে ব্যবহার করে ভারতের লোকসভা নির্বাচনে বাধা সৃষ্টি করতে চাইছে চীন। বেজিং-র টার্গেট হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI পদ্ধতিকে ভারতের নির্বাচনে কাজে লাগানো। এমনই দাবি করেছে মাইক্রোসফট। উল্লেখ্য, গত মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একান্ত সাক্ষাৎকার নিয়েছিলেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। তারপরই মাইক্রোসফটের পক্ষ থেকে এমন দাবি করা হয়েছে।

অরুণাচল প্রদেশের ভূখণ্ড নিয়ে ভারত-চীনের মধ্যে দ্বন্দ্ব লেগেই আছে। এরই মধ্যে চাঞ্চল্যকর দাবি করেছে আমেরিকান তথ্যপ্রযুক্তি সংস্থা মাইক্রোসফট। মাইক্রোসফটের পক্ষ থেকে বলা হয়েছে, ভারত, চীন এবং দক্ষিণ কোরিয়ার নির্বাচনে পরোক্ষভাবে প্রভাভ ফেলতে পারে চীন। এআই পদ্ধতিকে কাজে লাগিয়ে নির্বাচনে ব্যাঘাত সৃষ্টি করতে পারে।

মাইক্রোসফটের রিপোর্টে দাবি করা হয়েছে, এআই পদ্ধতির মাধ্যমে সোশ্যাল মিডিয়া ব্যবহার করা একটা বিরাট সংখ্যক ভোটারকে প্রভাবিত করতে পারে চীন। তাইওয়ান নির্বাচনের সময়ও চীন এআই পদ্ধতিকে কাজে লাগিয়ে প্রভাব ফেলতে সক্ষম হয়েছিল। একইভাবে বিভিন্ন রাষ্ট্রের নির্বাচনেও প্রভাব ফেলতে চাইছে বেজিং।

এই এআই-র মাধ্যমে বর্তমানে একাধিক ভুয়ো ভিডিও তৈরি করে মানুষের চিন্তা ভাবনা বদলে দেওয়া হচ্ছে। নির্বাচনের আগে যদি মানুষের রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনা যায় তাহলে নির্বাচনী ফল অন্যরকম হতে পারে।

মাইক্রোসফট আরও জানিয়েছে, চীন দক্ষিণ চীন সাগর ও দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় এলাকায় সাইবার নজরদারি চালাচ্ছে। এমনকি ভারত ও প্রতিবেশী রাষ্ট্রের সামরিক মহড়াগুলিও কড়া নজরে রাখছে জিনিপিং সরকার।

বিল গেটস ও নরেন্দ্র মোদী
Bhima Koregaon Case: ভীমা কোরেগাঁও মামলায় সমাজকর্মী সোমা সেনকে শর্তসাপেক্ষ জামিন দিল শীর্ষ আদালত
বিল গেটস ও নরেন্দ্র মোদী
Unemployment: বেকারত্বের ছায়া আইআইটি বম্বেতেও! ৩৬ শতাংশ পড়ুয়াই চাকরী পাননি ক্যাম্পাসিং থেকে

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in