Chandrayaan-3: ২০২২ সালে ১৯ টি মিশনের পরিকল্পনা, আগস্টে চাঁদে পাড়ি দেবে ইসরো

একটি লিখিত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় মহাকাশ মন্ত্রী ডাঃ জিতেন্দ্র সিং জানান, “চন্দ্রযান-২ মিশনের অভিজ্ঞতা এবং জাতীয় স্তরের বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতে চন্দ্রযান-৩ মিশনের কাজ এগিয়ে চলছে।
ছবি - প্রতীকী
ছবি - প্রতীকী

মহাকাশ বিভাগ এই বছর কম বেশি ১৯টি মিশনের পরিকল্পনা করেছে। এই মিশনগুলির মধ্যে আছে চন্দ্রযান-৩। চাঁদে ভারতের এই মিশনটি ২০২২ সালের আগস্টে সম্পন্ন করা হতে পারে বলে লোকসভায় জানিয়েছে কেন্দ্রীয় সরকার।

একটি লিখিত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় মহাকাশ মন্ত্রী ডাঃ জিতেন্দ্র সিং জানান, “চন্দ্রযান-২ মিশনের অভিজ্ঞতা এবং জাতীয় স্তরের বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতে চন্দ্রযান-৩ মিশনের কাজ এগিয়ে চলছে। অনেক পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণ সফল হয়েছে। ২০২২ সালের আগস্টে মিশনটি সম্পন্ন করা হবে।”

তিনি আরও জানান, “২০২২ সালের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে মোট ১৯ টি মিশনের পরিকল্পনা করা হয়েছে। যার মধ্যে আটটি ‘লঞ্চ ভেহিকেল মিশন’, সাতটি ‘স্পেসক্রাফ্ট মিশন’ এবং চারটি ‘টেকনোলজি ডেমোনস্ট্রেটর মিশন’ রয়েছে। কোভিড মহামারীর কারণে বেশ কিছু চলমান মিশন আটকে পড়েছে। এছাড়াও, মহাকাশ খাতে নতুন প্রবর্তিত চাহিদার ভিত্তিতে প্রকল্পগুলির পুনর্গঠন করা হয়েছে।”

প্রসঙ্গত, গত তিন বছরের মধ্যে উৎক্ষেপিত স্যাটেলাইটের তালিকায় রয়েছে EOS-03 (১২ আগস্ট, ২০২১-এ উৎক্ষেপণ করা হয়েছে), ২৮ ফেব্রুয়ারী, ২০২১- এ উৎক্ষেপণ করা হয়েছে সতীশ ধাওয়ান SAT (SDSAT), Amazonia-1 এবং UNITYsat স্যাটেলাইট। এছাড়াও ২০১৯-২০২০ সালে যেসব স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে সেই তালিকাও মহাকাশ দপ্তরের পক্ষ থেকে লোকসভাতে প্রকাশ করা হয়েছে।

২০১৯ সালে উৎক্ষেপণ করা হয়েছে যে স্যাটেলাইটগুলি, তাদের মধ্যে রয়েছে RISAT-2BR1 (ডিসেম্বর ১১, ২০১৯), Cartosat-3 (নভেম্বর ২৭, ২০১৯), চন্দ্রযান-২ (জুলাই ২২, ২০১৯), RISAT-2B (২২ মে, ২০১৯), EMISAT (এপ্রিল ১, ২০১৯), GSAT-31 (ফেব্রুয়ারি ৬, ২০১৯), Microsat-R (জানুয়ারী ২৪, ২০১৯) এবং Kalamsat-V2 (জানুয়ারী ২৪, ২০১৯)

২০২০ সালের উৎক্ষেপণ হয়েছে যে স্যাটেলাইটগুলি - CMS-01 (১৭ ডিসেম্বর, ২০২০), EOS-01 (নভেম্বর ৭, ২০২০), GSAT-30 (জানুয়ারি ১৭, ২০২০)

ছবি - প্রতীকী
ISRO-র নতুন চেয়ারম্যান হলেন এস সোমনাথ, জানেন কে তিনি?

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in