
সদ্য সমাপ্ত আগস্ট মাসকে ১৯০১ সালের পর সবচেয়ে উষ্ণতম ও শুষ্কতম আগস্ট মাস হিসেবে উল্লেখ করল মৌসম ভবন। এর আগে শুধুমাত্র ভারত নয়, গোটা পৃথিবী জুড়েই গত জুলাই মাসকে শতাব্দীর সবচেয়ে উষ্ণতম জুলাই মাস হিসেবে অভিহিত করেছিলেন বিজ্ঞানীরা। ভারতের জন্য সেই জুলাইয়ের রেশ কাটেনি আগস্টেও। সদ্য সমাপ্ত মাসে দেশের গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেকটাই বেশি ছিল বলে জানানো হয়েছে। পাশাপাশি, সেপ্টেম্বরেও এই একই তাপমাত্রা বজায় থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
চলতি বছরে ভারত-সহ গোটা পৃথিবী এক চরমভাবাপন্ন আবহাওয়ার সাক্ষী থেকেছে। ব্যাপক তাপপ্রবাহে জেরবার হয়েছে এশিয়া, আফ্রিকার দেশগুলি। বিশ্ব উষ্ণায়ন ও ক্রমাগত পরিবর্তনশীল জলবায়ুর প্রভাবেই গোটা বিশ্বেই তাপমাত্রা সীমা ছাড়াচ্ছে বলে মত বিশেষজ্ঞদের। ভারতও তার থেকে বঞ্চিত নয়। জুলাইয়ের পর আগস্ট মাসকেও ভারতের ইতিহাসে অন্যতম উষ্ণ ও শুষ্ক মাস বলে জানিয়েছেন তাঁরা।
রাজধানী নয়াদিল্লির সফদরজংয়ে অবস্থিত মৌসম ভবনের সদর দফতর জানিয়েছে, আগস্ট ২০২৩-এর গড় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.২ ডিগ্রি বেশি। এর আগে একমাত্র ২০১৪ সালের আগস্ট মাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৬.৩ ডিগ্রি।
আবার তাপমাত্রা যেমন মাত্রা ছাড়িয়েছে তেমনই পাল্লা দিয়ে কমেছে বৃষ্টিপাতের পরিমাণও। এবছর দিল্লি, হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ড, আসাম সহ একাধিক রাজ্যে প্রবল বন্যা পরিস্থিতি তৈরি হলেও আবহাওয়াবিদরা জানিয়েছেন, গত ১৪ বছরের মধ্যে আগস্ট ২০২৩ ছিল দ্বিতীয় শুষ্কতম মাস। সফদরজংয়ের হাওয়া অফিসে এইমাসে মোট বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয়েছে মাত্র ৯১.৮ মিলিমিটার। যেখানে আগস্ট মাসের স্বাভাবিক বৃষ্টির পরিমাণ ২৩৩.১ মিলিমিটার। অর্থাৎ এমাসে প্রায় ৬১ শতাংশ বৃষ্টিপাটের ঘাটতি রয়েছে বলে দাবি হাওয়া বিশেষজ্ঞদের।
আবহাওয়া দফতর জানিয়েছে, সদ্য সমাপ্ত আগস্ট মাসের উষ্ণতম দিন ছিল গত ২১ আগস্ট। ওইদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৭৭ ডিগ্রি সেলসিয়াস। মৌসম ভবনের মতে, সেপ্টেম্বর মাসে চিরাচরিত বর্ষার বৃষ্টি পাবে গোটা দেশ। কিন্তু তার সঙ্গে বজায় থাকবে আগস্টের উষ্ণতাও। অনুমান করা হচ্ছে, সেপ্টেম্বর মাসেও তাপমাত্রার সূচক থাকবে স্বাভাবিকের চেয়ে কয়েক কাঠি উপরে।
জাতীয় মৌসম ভবনের এক আধিকারিক জানিয়েছেন, “গোটা সেপ্টেম্বর মাস জুড়ে পশ্চিম-মধ্য ভারতের কিছু অঞ্চল ও দক্ষিণ ভারতের দ্বীপপুঞ্জ অঞ্চল ছাড়া সমগ্র ভারতের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে বলেই অনুমান করা হচ্ছে। ওই এলাকাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক ও স্বাভাবিকের চেয়ে কিছু কম থাকবে। আবার দেশের একেবারে উত্তরাংশ ছাড়া বাকি সব জায়গাতেই সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে।”