পারদ চড়ছে শ্রীনগরেও, ৫ বছর পর রেকর্ড তাপমাত্রা!
ছবি - প্রতীকী

পারদ চড়ছে শ্রীনগরেও, ৫ বছর পর রেকর্ড তাপমাত্রা!

আবহাওয়া দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, "গতকাল (শুক্রবার) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। ৫ বছর আগে ২০১৮ সালের ৩ জুন এই তাপমাত্রা ছিল।"
Published on

৫ বছর পর জুন মাসে ফের শ্রীনগরের তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। আবহাওয়া দপ্তর সূত্রে এমনটাই জানা যাচ্ছে। যদিও শনিবার অর্থাৎ আজ থেকে অস্বস্তিকর গরম কমতে শুরু করেছে বলে খবর।

আবহাওয়া দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, "গতকাল (শুক্রবার) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। ৫ বছর আগে ২০১৮ সালের ৩ জুন এই তাপমাত্রা ছিল।"

ওই আধিকারিক আরও জানান, জুন মাসের সর্বকালীন সর্বোচ্চ তাপমাত্রা ১৯৭৮ সালের ২৯ জুন পরিমাপ করা হয়েছিল। সেই সময় তাপমাত্রা ছিল ৩৭.৮ ডিগ্রি সেলসিয়াস। তবে আজ থেকে তাপমাত্রা কমতে শুরু করবে।

শনিবার শ্রীনগর, পাহলগাম এবং গুলমার্গে সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ২২.৪, ১৩.৩ এবং ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। লাদাখ এবং কার্গিলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৮ ডিগ্রি এবং লেহ-তে সর্বনিম্ন ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিমাপ করা হয়েছে।

জম্মুতে সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৫ ডিগ্রি, কাটরাতে ২৫.৪ ডিগ্রি, বাটোতে ২২.৯ ডিগ্রি, বানিহালে ২১.৩ ডিগ্রি এবং ভাদেরওয়াহতে ২১.৮ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয়েছে।

-With IANS Inputs

পারদ চড়ছে শ্রীনগরেও, ৫ বছর পর রেকর্ড তাপমাত্রা!
খবরের সত্যতা যাচাইকারী ডিজিটাল মাধ্যমেরও সরকারি বৈধতা বাধ্যতামূলক: রিপোর্ট
পারদ চড়ছে শ্রীনগরেও, ৫ বছর পর রেকর্ড তাপমাত্রা!
জুনিয়র ইঞ্জিনিয়র বেপাত্তা? সংবাদমাধ্যমে প্রকাশিত খবর ভুয়ো, দাবি রেলের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in