

জিও-র পর এবার দাম বাড়ছে এয়ারটেলেরও। প্রি-পেইড, পোস্ট-পেইড সহ সমস্ত প্ল্যানের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এয়ারটেল সংস্থা। আগামী ৩ জুলাই থেকে এই দাম কার্যকর হবে বলে জানানো হয়েছে সংস্থার পক্ষ থেকে।
এয়ারটেল সংস্থা ৩ টি প্রি-পেইড আনলিমিটেড ভয়েস প্ল্যান, ৯ টি প্রি-পেইড ডেইলি ডেটা প্ল্যান, ৩ টি প্রি-পেইড ডেটা অ্যাড-অন প্ল্যান এবং ৪ টি পোস্ট-পেইড প্ল্যান সহ সমস্ত প্ল্যানের দাম বৃদ্ধির ঘোষণা করেছে।
এক নজরে জেনে নিন কোন প্ল্যানের দাম কত বাড়ানো হয়েছে –
১. ১৭৯ টাকার প্ল্যান বেড়ে হচ্ছে ১৯৯ টাকা। এই প্ল্যানে ২৮ দিনের জন্য প্রতিদিন ২ জিবি ডেটা ও ১০০ টি ফ্রী মেসেজ পাঠানো যায়।
২. ৪৫৫ টাকা, যেটা ৮৪ দিনের জন্য, যাতে প্রতিদিন ৬ জিবি ডেটা ও প্রতিদিন ১০০ মেসেজ পাওয়া যায়, তার দাম বেড়ে হবে ৫০৯ টাকা।
৩. ১৭৯৯ টাকা, যেটা একবছরের জন্য ভ্যালিডিটি, যাতে প্রতিদিন ২৪ জিবি ডেটা ও প্রতিদিন ১০০ মেসেজ পাওয়া যায়, তার দাম বেড়ে হবে ১৯৯৯ টাকা।
৪. ২৬৫ টাকার প্ল্যান যেটা ২৮ দিনের জন্য, যাতে প্রতিদিন ১ জিবি ডেটা, আনলিমিডেট কল ও ১০০ টি ফ্রী মেসেজ পাঠানো যায়, সেটি বেড়ে হবে ২৯৯ টাকা।
৫. ২৯৯ টাকার প্ল্যান বেড়ে হচ্ছে ৩৪৯ টাকা। ২৮ দিনের এই প্ল্যানে প্রতিদিন ১.৫ জিবি ডেটা, আনলিমিডেট কল ও ১০০ টি মেসেজ পাওয়া যায়।
৬. ২৮ দিনের ৩৫৯ টাকার প্ল্যানে যাতে ২.৫ জিবি ডেটা, আনলিমিডেট কল ও ১০০ টি মেসেজ পাওয়া যায়। সেটার দাম বেড়ে হচ্ছে ৪০৯ টাকা।
৭. ৩৯৯ টাকার প্ল্যান বেড়ে হচ্ছে ৪৪৯ টাকা।
৮. ৫৬ দিনের যে দুটি প্ল্যান রয়েছে অর্থাৎ ৪৭৯ ও ৫৪৯ টাকার, তার দর বাড়ছে ১০০ টাকা করে।
৯. ৭১৯ টাকার প্ল্যান, যার ভ্যালিডিটি ৮৪ দিন, যাতে প্রতিদিন দেড় জিবি ডেটা, আনলিমিডেট কল ও ১০০ টি ফ্রী মেসেজ পাওয়া যায় তার দর বেড়ে হচ্ছে ৮৫৯।
১০. ৮৩৯ টাকার প্ল্যানের দাম বেড়ে হচ্ছে ৯৭৯ টাকা। পাবেন প্রতিদিন ২ জিবি ডেটা, আনলিমিটেড কল ও ১০০ টি মেসেজ। মেয়াদ ৮৪ দিন।
১১. ২৯৯৯ টাকার প্ল্যানের দর বেড়ে হচ্ছে ৩৫৯৯। যাতে প্রতিদিন পাবেন ২ জিবি ডেটা, আনলিমিটেড কল ও ১০০ টি মেসেজ। মেয়াদ একবছর।
উল্লেখ্য, বৃহস্পতিবারই দাম বাড়ানো হয়ে জিও-র প্ল্যানের। আগামী ৩ জুলাই থেকে নয়া দাম কার্যকরের কথা ঘোষণা করেছে সংস্থা।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন