AI: অশনি সঙ্কেত! কৃত্রিম বুদ্ধিমত্তার দৌলতে চাকরি খোয়াবেন ৩০ কোটি মানুষ, দাবি সমীক্ষায়

মহামারী করোনা কালের পর- বিশ্বের একাধিক কোম্পানি থেকে কর্মী ছাঁটাই হয়েছে। কাজ হারিয়ে বিপাকে পড়েছেন লক্ষ লক্ষ মানুষ। তারই মাঝে- নতুন করে দেখা দিয়েছে কর্মহীনতার অশনি সঙ্কেত।
AI: অশনি সঙ্কেত! কৃত্রিম বুদ্ধিমত্তার দৌলতে চাকরি খোয়াবেন ৩০ কোটি মানুষ, দাবি সমীক্ষায়
ছবি - প্রতীকী

আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-র উত্থানে চাকরী খোয়াবেন ৩০ কোটি মানুষ। সম্প্রতি, এক সমীক্ষা রিপোর্টে এমনই দাবি করেছে শীর্ষ মার্কিন বিনিয়োগ সংস্থা গোল্ডম্যান শ্যাক্স (Goldman Sachs)।

রিপোর্টে বলা হয়েছে, আগামীতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের দুই-তৃতীয়াংশ চাকরির বাজার চলে যাবে, আর তার জায়গা নেবে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের চলমান পেশার মধ্যে, অনেক ক্ষেত্রেই আংশিক কাজের জায়গা নিয়ে নেবে কৃত্রিম বুদ্ধিমত্তা। প্রায় ২০ থেকে ৫০ শতাংশ কাজ করে দেবে নয়া এই প্রযুক্তি।    

শুধু আশঙ্কা নয়, একইসঙ্গে- কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) নিয়ে আশার বাণীর কথা বলা হয়েছে। রিপোর্টে উল্লেখ, AI শ্রমবাজারকে প্রভাবিত করলেও, এটি বিশ্বের জিডিপিকে ৭ শতাংশের মতো বাড়িয়ে দিতে পারে। এপ্রসঙ্গে ChatGPT-এর মতো কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির কথাও বলা হয়েছে।

গোল্ডম্যান শ্যাক্স রিপোর্টে জানিয়েছে, মানুষ যেভাবে কম্পিউটারে কাজ, বই লেখে বা ছবি আঁকে, ঠিক সেই কাজ খুবই কম সময়ের মধ্যে করে ফেলতে পারে ChatGPT-এর মতো জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা। এর ফলে, আগামীতে উৎপাদনশীলতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে।

মহামারী করোনা কালের পর- বিশ্বের একাধিক কোম্পানি থেকে কর্মী ছাঁটাই হয়েছে। কাজ হারিয়ে বিপাকে পড়েছেন লক্ষ লক্ষ মানুষ। তারই মাঝে- নতুন করে দেখা দিয়েছে কর্মহীনতার অশনি সঙ্কেত।

গবেষকদের দাবি, ইতিমধ্যেই অনেক অফিসে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যেই বিভিন্ন কাজ করে নেওয়া হচ্ছে। আগামী দিনে তা আরও বাড়বে। ফলে, অদূর ভবিষ্যতে কর্মজগতের প্রায় এক চতুর্থাংশ কাজই এই কৃত্রিম বুদ্ধিমত্তা করবে। ফলত কর্মহীন হয়ে পড়বেন সেখানে কর্মরত ব্যক্তিরা- এই আশঙ্কা দিনদিন ঘনীভূত হচ্ছে।

জানা যাচ্ছে, সবচেয়ে বিপজ্জনক অবস্থানে রয়েছে বিভিন্ন প্রশাসনিক ক্ষেত্রের মানুষ। গবেষকদের দাবি, প্রায় ৪৬ শতাংশ প্রশাসনিক কাজ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিস্থাপন করতে পারে। তাই প্রশাসনিক পদে কর্মরত অনেকেই এর জেরে চাকরি হারাতে পারেন।

এরপরই রয়েছে আইনি কাজকর্ম। সেখানেও ৪৪ শতাংশ মানুষের চাকরি প্রতিস্থাপন করতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)। পাশাপাশি লেখালাখি, ছবি আঁকা ইত্যাদি কাজ খুবই কম সময়ের মধ্যে করে ফেলতে পারে AI। তাই এইসব কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের কাজও কিন্তু এই মুহূর্তে যথেষ্ট বিপদের মুখে রয়েছে!

AI: অশনি সঙ্কেত! কৃত্রিম বুদ্ধিমত্তার দৌলতে চাকরি খোয়াবেন ৩০ কোটি মানুষ, দাবি সমীক্ষায়
UPI Payment: আর ফ্রি নয় অনলাইন পেমেন্ট! ২০০০ টাকার বেশি লেনদেনেই দিতে হতে পারে চার্জ

GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in