

নির্বাচন কমিশনের ডাকা সর্বদল বৈঠক থেকে ওয়াকআউট করলেন বামেরা। চারটি পৌরনিগমে নির্বাচন ঘোষণা হলেও, হাওড়া পৌরনিগমে কেন ভোট হবে না, তা নিয়ে অসন্তোষ প্রকাশ করে বৈঠক থেকে বেরিয়ে এলেন বাম প্রতিনিধিরা। কংগ্রেস এবং বিজেপি প্রতিনিধিরাও বৈঠকের মাঝপথে বেরিয়ে আসেন।
পুরনিগমের নির্বাচন নিয়ে আজ সর্বদল বৈঠক ডেকেছিল নির্বাচন কমিশন। ২২ জানুয়ারি শিলিগুড়ি, আসানসোল, বিধাননগর এবং চন্দননগর পৌরনিগমের নির্বাচন ঘোষণা করেছে কমিশন। কিন্তু হাওড়া পৌরনিগম নিয়ে কিছু বলেনি কমিশন। সূত্রের খবর, এবিষয়ে কমিশনকে প্রশ্ন করা হলে কোনো সদুত্তর দিতে পারেনি কমিশন। এরপরই বৈঠক থেকে বেরিয়ে আসেন বাম সহ অন্যান্য বিরোধী দলের প্রতিনিধিরা। বামেদের অভিযোগ, কমিশন শাসকদলের হয়ে কাজ করছে।
প্রসঙ্গত, আগামী ২২ জানুয়ারি উপরিউক্ত চার পুরনিগমের ভোটগ্রহণের। ২৫ জানুয়ারি ফল ঘোষণা। আগামীকাল থেকেই মনোনয়ন শুরু। আজ থেকে আদর্শ আচরণবিধি লাগু চার পৌরনিগম এলাকায়।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন