
৩০ এপ্রিল থেকে রাজ্য সরকার পোষিত এবং ভারপ্রাপ্ত স্কুলগুলিতে গরমের ছুটি পড়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু কত দিন পর্যন্ত থাকবে গরমের ছুটি, তা ঘোষণা করা হয়নি। এই নিয়ে দ্বন্দ্ব ছিলই। অবশেষে স্কুল শিক্ষা দফতরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল, ৩১ মে পর্যন্ত থাকবে এই গরমের ছুটি। ২ জুন থেকে আবারও স্কুলে ফিরবেন পড়ুয়ারা।
এপ্রিলের মাঝের দিকেই মুখ্যমন্ত্রী গরমের ছুটির কথা ঘোষণা করেছিলেন। গরমের কারণে পড়ুয়া এবং শিক্ষকদের অসুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছিলেন তিনি। কিন্তু কত দিন পর্যন্ত গরমের ছুটি থাকবে, তা জানাননি মুখ্যমন্ত্রী কিংবা স্কুল শিক্ষা দফতর। স্বভাবতই শিক্ষকদের একাংশের মধ্যে উদ্বেগ শুরু হয়েছিল, অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধ থাকলে পড়ুয়াদের পঠনপাঠনের ক্ষতি হবে।
এই পরিস্থিতিতে শুক্রবার স্কুল শিক্ষা দফতরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, আগামী ২ জুন থেকে ক্লাস শুরু হবে রাজ্য সরকার পোষিত এবং ভারপ্রাপ্ত স্কুলগুলিতে।
উল্লেখ্য, সরকারি স্কুলের ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, গরমের ছুটি পড়ার কথা ছিল ১২ মে থেকে। এবং স্কুলে ক্লাস শুরুর কথা ছিল ২৩ মে। কিন্তু এই নিয়ে সেই সময় লিখিতভাবে কিছু ঘোষণা করা হয়নি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন