
অশান্ত ভারত-পাকিস্তান সীমান্ত। এই আবহে রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীদের ছুটি বাতিল করল সরকার। বৃহস্পতিবার নবান্নের পক্ষ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে।
নবান্নের পক্ষ থেকে জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, সাম্প্রতিক সময়ের পরিস্থিতি বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এটা কার্যকর থাকবে বলে জানিয়েছে নবান্ন।
এমনকি যাঁরা আগে থেকে ছুটির আবেদন করে রেখেছিলেন, তাঁদের ছুটিও বাতিল করেছে নবান্ন। একমাত্র শারীরিক অসুস্থতার কারণে যাঁরা ছুটি নিয়েছিলেন, তাদের ছুটি বহাল থাকবে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ওই দফতরের উর্ধ্বতন কর্তৃপক্ষের বিশেষ অনুমতি ছাড়া কেউ ছুটি নিতে পারবেন না বলে জানানো হয়েছে নির্দেশিকায়।
এদিকে নবান্নের নির্দেশিকা আসার পরেই পদক্ষেপ করেছে কলকাতা পুরসভা। ইতিমধ্যেই সমস্ত কর্মচারির ছুটি বাতিল করা হয়েছে। এই মর্মে সমস্ত দফতরের আধিকারিকদের বার্তা দিয়েছে পুরসভা। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সমস্ত বিভাগকে সতর্ক থাকতে বলা হয়েছে।
ভারত-পাক উত্তেজনার আবহে সমস্ত বিভাগকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষত রাতের বেলায়। এমনকি ত্রিপল, ত্রাণের জন্য চাল, ডাল, শুকনো খাবার-সহ বিপর্যয় মোকাবিলার অন্যান্য সামগ্রী প্রস্তুত রাখতে বলা হয়েছে। প্রয়োজনে নতুন চাল সংগ্রহ করে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া পুরসভার নির্দেশে বলা হয়েছে, কন্ট্রোল রুম ২৪ ঘন্টা খোলা রাখতে হবে। আধিকারিকদের কন্ট্রোল রুমে উপস্থিত থাকতে হবে সব সময়। এছাড়া টালা ট্যাঙ্ক-সহ কলকাতা পুরসভার সমস্ত স্থাপত্য এবং জলাধারে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ আধিকারিকদের মোবাইল অন রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন